জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ দিন পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এতে ভুক্তভোগী, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
গত ৫ ফেব্রুয়ারি বিকেলে ছাত্রলীগের ২৫–৩০ জনের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি আহসান হাবীব ও সভাপতি আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ আহত হন। হামলার সময় তাঁদের হাতে রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল।
এ ঘটনায় সেদিনই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে সভাপতি করে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন জমার দিন ধার্য করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ঘটনার ১১ দিন পার হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা বলছেন, এর আগেও নানা ঘটনায় তদন্ত কমিটি হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ জন্য এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘যত দিন ক্যাম্পাসে বিচারের রীতিনীতি চালু না হবে, তত দিন এই সব অপরাধ থাকবেই। অপরাধীকে বিচারের মাধ্যমেই কেবল অপরাধ দূর করা সম্ভব।’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ বলেন, ‘তদন্তের টালবাহানা ইতিপূর্বে আরও দেখেছি। তদন্তেই বিচার ধামাচাপা দেয়। নয়তো ১১ দিনেও কোনো দৃশ্যমান ফলাফল প্রকাশ করতে পারেনি প্রশাসন।’
এই বিষয়ে তদন্ত কমিটির সদস্য ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তদন্তের কাজ শেষ। এখন তদন্ত কমিটির সভাপতি চাইলে আজকেই তদন্তের রিপোর্ট দিতে পারেন।’
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মাসুম হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ দিন পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এতে ভুক্তভোগী, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
গত ৫ ফেব্রুয়ারি বিকেলে ছাত্রলীগের ২৫–৩০ জনের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক যায়যায়দিন প্রতিনিধি আহসান হাবীব ও সভাপতি আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ আহত হন। হামলার সময় তাঁদের হাতে রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল।
এ ঘটনায় সেদিনই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদারকে সভাপতি করে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তদন্ত কমিটির প্রতিবেদন জমার দিন ধার্য করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ঘটনার ১১ দিন পার হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা বলছেন, এর আগেও নানা ঘটনায় তদন্ত কমিটি হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ জন্য এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘যত দিন ক্যাম্পাসে বিচারের রীতিনীতি চালু না হবে, তত দিন এই সব অপরাধ থাকবেই। অপরাধীকে বিচারের মাধ্যমেই কেবল অপরাধ দূর করা সম্ভব।’
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ বলেন, ‘তদন্তের টালবাহানা ইতিপূর্বে আরও দেখেছি। তদন্তেই বিচার ধামাচাপা দেয়। নয়তো ১১ দিনেও কোনো দৃশ্যমান ফলাফল প্রকাশ করতে পারেনি প্রশাসন।’
এই বিষয়ে তদন্ত কমিটির সদস্য ছাত্র উপদেষ্টা মেহেদী উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তদন্তের কাজ শেষ। এখন তদন্ত কমিটির সভাপতি চাইলে আজকেই তদন্তের রিপোর্ট দিতে পারেন।’
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মাসুম হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই পদযাত্রা’র সভায় দেশের সীমান্ত এলাকায় অব্যাহত হত্যাকাণ্ড বন্ধে কঠোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজ শুক্রবার ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নাহিদ বলেন, ‘এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবক তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৫২)। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
২১ মিনিট আগেবগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। আজ শুক্রবার ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহৃত তিন শিক্ষা
২২ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে এসিআই ফুড কারখানার ডোবা থেকে শামিম হোসেন নামের মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ তুলে সেখানে ভাঙচুর করে এলাকাবাসী।
২৬ মিনিট আগে