Ajker Patrika

৩ শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

বগুড়া প্রতিনিধি
আটক ছাত্রলীগের চার নেতা-কর্মী। ছবি: সংগৃহীত
আটক ছাত্রলীগের চার নেতা-কর্মী। ছবি: সংগৃহীত

বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহৃত তিন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগের বগুড়া শহর শাখার সহসভাপতি আবীর হোসেন বিদ্যুৎ (২৭), ছাত্রলীগ কর্মী ওয়াজ মণ্ডল (২৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে অপহৃত তিন শিক্ষার্থীকে ভোররাতে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাঁদের জব্দ করা আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত