Ajker Patrika

‘স্বল্প সময়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে আজকের পত্রিকা’

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২২, ১৯: ৪১
‘স্বল্প সময়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে আজকের পত্রিকা’

সারা দেশের স্থানীয় দৈনিক হিসেবে পরিচিতি পাওয়া আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে শেরপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুন প্রথম প্রহরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সকালের সময়ের প্রতিনিধি মানিক দত্ত, সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএ টিভির প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বিজয় টিভি প্রতিনিধি জি এম আজফার বাবুল ও চ্যানেল আই-কালের কণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম।

প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, চ্যানেল ২৪-এর প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, আনন্দ টিভির প্রতিনিধি মারুফুর রহমান, ডিবিসি প্রতিনিধি এস এম জুবায়ের দীপ প্রমুখ। সময় টিভি ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, দৈনিক জনবাণীর প্রতিনিধি বুলবুল আহম্মেদ, নিউজবাংলা২৪ প্রতিনিধি শাহরিয়ার শাকির, সংবাদ সারাবেলার প্রতিনিধি জয়ন্ত কুমার দে, মুক্তখবরের প্রতিনিধি রাজাদুল ইসলাম বাবু, সাংবাদিক সাঈদ আহমেদ সাবাব, মো. সাদ্দাম হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার বলেন, বর্তমানে প্রিন্ট মিডিয়ার এই কঠিন সময়েও আজকের পত্রিকা স্বল্প সময়ের মধ্যে সারা দেশের স্থানীয় দৈনিক হিসেবে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তারা দ্রুত সময়ে প্রচারসংখ্যাতেও দেশের তৃতীয় অবস্থানে উঠে এসেছে। পত্রিকাটির সম্পাদক শেরপুরের কৃতী সন্তান ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। সেই সঙ্গে পত্রিকাটির আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন বলেন, স্বতন্ত্র ও ভিন্নধারার গণমাধ্যম আজকের পত্রিকা পাঠকপ্রিয়তা অর্জন করে ইতিমধ্যে প্রচারসংখ্যার দিক দিয়েও প্রথম সারিতে চলে এসেছে। এ জন্য বাড়ছে বিজ্ঞাপনেরও ভিড়। তাই বিজ্ঞাপনের ভিড়ের মাঝে পত্রিকায় পাঠকের পাতা যেন হ্রাস না পায়, সেদিকটাতেও কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত