গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুকের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে কর্মীকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন স্বপন।
আজ বৃহস্পতিবার রমিজ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আল ফারুক।
মাওহা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন জানান, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল ফারুকের অভিযোগ পেয়েছেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মাওহা ইউনিয়নের বৃ-নহটা গ্রামে মোহাম্মদ আল ফারুকের ঘোড়া প্রতীকের সমর্থকেরা প্রচারণায় বের হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের প্রচারণায় হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ হামলায় ঘোড়া প্রতীকের কর্মী জিএম ফারুক (৪৫) আহত হয়। বর্তমানে তিনি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মোহাম্মদ আল ফারুক বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার প্রচারণায় হামলা করে এক কর্মীকে মারধর ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি।’
এ বিষয়ে রমিজ উদ্দিন স্বপন পাল্টা অভিযোগ করে বলেন, ‘উল্লিখিত হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এদিন রাতে আল ফারুকের সমর্থকদের হামলায় শাহীন আলম নামে আমার এক কর্মী আহত হয়েছেন।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, রিটার্নিং অফিসার বরাবর করা অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুকের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে কর্মীকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন স্বপন।
আজ বৃহস্পতিবার রমিজ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আল ফারুক।
মাওহা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন জানান, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আল ফারুকের অভিযোগ পেয়েছেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মাওহা ইউনিয়নের বৃ-নহটা গ্রামে মোহাম্মদ আল ফারুকের ঘোড়া প্রতীকের সমর্থকেরা প্রচারণায় বের হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের প্রচারণায় হামলা চালিয়ে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ হামলায় ঘোড়া প্রতীকের কর্মী জিএম ফারুক (৪৫) আহত হয়। বর্তমানে তিনি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মোহাম্মদ আল ফারুক বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী রমিজ উদ্দিনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার প্রচারণায় হামলা করে এক কর্মীকে মারধর ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি।’
এ বিষয়ে রমিজ উদ্দিন স্বপন পাল্টা অভিযোগ করে বলেন, ‘উল্লিখিত হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এদিন রাতে আল ফারুকের সমর্থকদের হামলায় শাহীন আলম নামে আমার এক কর্মী আহত হয়েছেন।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, রিটার্নিং অফিসার বরাবর করা অভিযোগের অনুলিপি তিনি পেয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামেলী রানী (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় ওই গৃহবধূ গরু আনতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। বজ্রপাতে গরুটিও মারা গেছে। আজ শুক্রবার (১৬ মে) উপজেলার মধুপুর ক্লিনিকেরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২ মিনিট আগেস্বর্ণের মূর্তি বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে এ দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। ন্যায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।
১৬ মিনিট আগে