Ajker Patrika

দুর্গাপুর পৌরসভার মেয়র মারা গেছেন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর পৌরসভার মেয়র মারা গেছেন

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মো. আলা উদ্দিন (৫৭) মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়র আলা উদ্দিন উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেনের ছেলে। তাঁর দুই স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রয়েছেন।

জানা গেছে, গত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন আলা উদ্দিন। গত ১২ সেপ্টেম্বর শ্বাসকষ্টসহ আরও কিছু রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলা উদ্দিন।

মেয়র আলা উদ্দিনের বড় ছেলে আজহারুল ইসলাম আরিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার বিকেল ৫টার দিকে সুসং সরকারি কলেজ মাঠে আমার বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত