ময়মনসিংহ প্রতিনিধি
কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবে যায়।
বিশেষ করে সানকিপাড়া, গোলকিবাড়ী, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, বলাশপুর, খাগডহর, চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড ও রেললাইন বস্তি এলাকায় হাঁটুপানি জমে যায়। অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। অনেককে কোমরপানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। এর জন্য অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করেন নগরবাসী।
স্থানীয় বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজাতুল কোবরা বলেন, ‘সকাল থেকেই প্রচুর বৃষ্টি। বাসা থেকে বের হয়ে সানকিপাড়া আসতেই দেখি কয়েক কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে গেছে। খুব কষ্ট করে স্কুলে আসতে হয়েছে।’
পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়া। কয়েক বছর ধরে ড্রেনের কাজ করা হলেও এর সুফল আমরা পাচ্ছি না। বেঁচে থাকতে সুফল পাব কি না, তা-ও জানি না।’
সানকিপাড়া বাজারের দোকানি আবুল হোসেন বলেন, ‘কয়েক ঘণ্টার বৃষ্টিতে দোকানের ভেতরে হাঁটুপানি। মালামাল সব ভিজে গেছে। সিটি করপোরেশনের গাফিলতির কারণে সাধারণ মানুষ হিসেবে প্রতিবছর আমাকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
অটোরিকশাচালক রুহুল আমিন বলেন, ‘সকাল থেকে বলা চলে শহরের প্রতিটি রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। কোনোভাবেই রিকশা চালাতে পারছি না। বর্ষাকালে প্রায়ই আমাদের এমন ভোগান্তি হয়।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের ড্রেনেজ-ব্যবস্থার দুর্বলতাকে এই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দেখছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ ও ড্রেন পরিষ্কার না রাখার কারণে সামান্য বৃষ্টিতেই শহর পানিতে ডুবে যায়।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া জানান, নগরীতে অনেকগুলো ড্রেনের পরিচ্ছন্নতার কাজ চলছে। আবার নতুন করে ১২০ কিলোমিটার ড্রেন নির্মাণ হচ্ছে। এগুলো শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তিনি আরও জানান, ‘এ বছর কিছুটা জলাবদ্ধতার সমস্যা থাকলেও সামনের বছর উপকৃত হবে নগরবাসী। আমরা চেষ্টা করে যাচ্ছি নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য।’
কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবে যায়।
বিশেষ করে সানকিপাড়া, গোলকিবাড়ী, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, বলাশপুর, খাগডহর, চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড ও রেললাইন বস্তি এলাকায় হাঁটুপানি জমে যায়। অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। অনেককে কোমরপানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। এর জন্য অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করেন নগরবাসী।
স্থানীয় বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজাতুল কোবরা বলেন, ‘সকাল থেকেই প্রচুর বৃষ্টি। বাসা থেকে বের হয়ে সানকিপাড়া আসতেই দেখি কয়েক কিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে গেছে। খুব কষ্ট করে স্কুলে আসতে হয়েছে।’
পথচারী সাইফুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না হওয়া। কয়েক বছর ধরে ড্রেনের কাজ করা হলেও এর সুফল আমরা পাচ্ছি না। বেঁচে থাকতে সুফল পাব কি না, তা-ও জানি না।’
সানকিপাড়া বাজারের দোকানি আবুল হোসেন বলেন, ‘কয়েক ঘণ্টার বৃষ্টিতে দোকানের ভেতরে হাঁটুপানি। মালামাল সব ভিজে গেছে। সিটি করপোরেশনের গাফিলতির কারণে সাধারণ মানুষ হিসেবে প্রতিবছর আমাকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে।’
অটোরিকশাচালক রুহুল আমিন বলেন, ‘সকাল থেকে বলা চলে শহরের প্রতিটি রাস্তা পানিতে তলিয়ে রয়েছে। কোনোভাবেই রিকশা চালাতে পারছি না। বর্ষাকালে প্রায়ই আমাদের এমন ভোগান্তি হয়।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের ড্রেনেজ-ব্যবস্থার দুর্বলতাকে এই জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে দেখছেন নগরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ ও ড্রেন পরিষ্কার না রাখার কারণে সামান্য বৃষ্টিতেই শহর পানিতে ডুবে যায়।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া জানান, নগরীতে অনেকগুলো ড্রেনের পরিচ্ছন্নতার কাজ চলছে। আবার নতুন করে ১২০ কিলোমিটার ড্রেন নির্মাণ হচ্ছে। এগুলো শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তিনি আরও জানান, ‘এ বছর কিছুটা জলাবদ্ধতার সমস্যা থাকলেও সামনের বছর উপকৃত হবে নগরবাসী। আমরা চেষ্টা করে যাচ্ছি নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৯ মিনিট আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
১৪ মিনিট আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
১৯ মিনিট আগেরোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
২ ঘণ্টা আগে