দোলন বিশ্বাস
ইসলামপুর (জামালপুর): একই নামে এক জেলায় অথবা উপজেলাতে একাধিক গ্রাম থাকতে পারে। তাই বলে ২৪টি গ্রামের নাম প্রায় একই হবে! এ ঘটনাটি জেলা কিংবা উপজেলাতে নয়। তাও আবার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে! হ্যাঁ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ২৪টি গ্রামের সঙ্গে যুক্ত আছে ‘নাপিতেরচর’ নামটি। পাশাপাশি ২৪টি গ্রামের নাম একই রকম হওয়ায় ওই এলাকায় আগন্তুকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে গ্রামগুলোর এমন নামের পেছনের ইতিহাস জানা সম্ভব হয়নি।
জামালপুর শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে এবং ইসলামপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-উত্তরে নাপিতেরচর গ্রাম। আর এই গ্রামটির আশপাশ ঘিরেই রয়েছে প্রায় একই নামের বাকি গ্রামগুলো। গ্রামগুলো হলো, বলিদাপাড়া নাপিতেরচর, নতুন বলিদাপাড়া নাপিতেরচর, বাজারীপাড়া নাপিতেরচর, সুতারপাড়া নাপিতেরচর, আগুনেরচর নাপিতেরচর, নতুন আগুনেরচর নাপিতেরচর, সরকারপাড়া নাপিতেরচর, শাহপাড়া নাপিতেরচর, নতুন শাহপাড়া নাপিতেরচর, মণ্ডলপাড়া নাপিতেরচর, ব্যাপারীপাড়া নাপিতেরচর, মরাবন নাপিতেরচর, ডাকপাড়া নাপিতেরচর, গুচ্ছগ্রাম নাপিতেরচর, টেংরাকুড়া মরদাংগিরচর নাপিতেরচর, নাপিতেরচর মরাকান্দি, নাপিতেরচর মরাকান্দি পোড়াবাড়ী, নাপিতেরচর মরাকান্দি টুংরাপাড়া, নাপিতেরচর মরাকান্দি টেগুরিয়া, নাপিতেরচর মরাকান্দি হাজিপট্টী, নাপিতেরচর মরাকান্দি উত্তরবাড়ী, নাপিতেরচর মরাকান্দি মালপাড়া, চামারবাড়ী নাপিতেরচর এবং নাপিতেরচর মরাকান্দি মানিকনগর।
এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, ২৪টি গ্রাম কীভাবে একই নামে হয়েছে তা জানি না। তবে অনেক অপরিচিত মানুষকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন কেউ নাপিতেরচরের সংযুক্ত কোনো গ্রামে আসতে চাইলে তাকে প্রথমে নাপিতেরচর গ্রামের নামেই আসতে হয়। এখানে এসে নির্ধারিত উপ-গ্রামের নাম বলতে পারলে গন্তব্যে যেতে সহজ হয়। অন্যথায় পড়তে হয় মহা বিপাকে।
জানা গেছে, নাপিতেরচরযুক্ত নামে ২৪টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এই ২৪টি গ্রামে রয়েছে মোট ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি ইবতেদায়ি মাদ্রাসা, আটটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, একটি ওয়ার্ডে ২৪টি গ্রামের নাম প্রায় একইরকম হওয়া আমাদের কাছে কোনো সমস্যা নয়। বরং এটা আমাদের সম্প্রীতির ঐতিহ্য বহন করে। তবে নামকরণের পেছনের ইতিহাস তিনিও জানেন না।
ইসলামপুর (জামালপুর): একই নামে এক জেলায় অথবা উপজেলাতে একাধিক গ্রাম থাকতে পারে। তাই বলে ২৪টি গ্রামের নাম প্রায় একই হবে! এ ঘটনাটি জেলা কিংবা উপজেলাতে নয়। তাও আবার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে! হ্যাঁ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ২৪টি গ্রামের সঙ্গে যুক্ত আছে ‘নাপিতেরচর’ নামটি। পাশাপাশি ২৪টি গ্রামের নাম একই রকম হওয়ায় ওই এলাকায় আগন্তুকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে গ্রামগুলোর এমন নামের পেছনের ইতিহাস জানা সম্ভব হয়নি।
জামালপুর শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে এবং ইসলামপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-উত্তরে নাপিতেরচর গ্রাম। আর এই গ্রামটির আশপাশ ঘিরেই রয়েছে প্রায় একই নামের বাকি গ্রামগুলো। গ্রামগুলো হলো, বলিদাপাড়া নাপিতেরচর, নতুন বলিদাপাড়া নাপিতেরচর, বাজারীপাড়া নাপিতেরচর, সুতারপাড়া নাপিতেরচর, আগুনেরচর নাপিতেরচর, নতুন আগুনেরচর নাপিতেরচর, সরকারপাড়া নাপিতেরচর, শাহপাড়া নাপিতেরচর, নতুন শাহপাড়া নাপিতেরচর, মণ্ডলপাড়া নাপিতেরচর, ব্যাপারীপাড়া নাপিতেরচর, মরাবন নাপিতেরচর, ডাকপাড়া নাপিতেরচর, গুচ্ছগ্রাম নাপিতেরচর, টেংরাকুড়া মরদাংগিরচর নাপিতেরচর, নাপিতেরচর মরাকান্দি, নাপিতেরচর মরাকান্দি পোড়াবাড়ী, নাপিতেরচর মরাকান্দি টুংরাপাড়া, নাপিতেরচর মরাকান্দি টেগুরিয়া, নাপিতেরচর মরাকান্দি হাজিপট্টী, নাপিতেরচর মরাকান্দি উত্তরবাড়ী, নাপিতেরচর মরাকান্দি মালপাড়া, চামারবাড়ী নাপিতেরচর এবং নাপিতেরচর মরাকান্দি মানিকনগর।
এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, ২৪টি গ্রাম কীভাবে একই নামে হয়েছে তা জানি না। তবে অনেক অপরিচিত মানুষকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন কেউ নাপিতেরচরের সংযুক্ত কোনো গ্রামে আসতে চাইলে তাকে প্রথমে নাপিতেরচর গ্রামের নামেই আসতে হয়। এখানে এসে নির্ধারিত উপ-গ্রামের নাম বলতে পারলে গন্তব্যে যেতে সহজ হয়। অন্যথায় পড়তে হয় মহা বিপাকে।
জানা গেছে, নাপিতেরচরযুক্ত নামে ২৪টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এই ২৪টি গ্রামে রয়েছে মোট ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি ইবতেদায়ি মাদ্রাসা, আটটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, একটি ওয়ার্ডে ২৪টি গ্রামের নাম প্রায় একইরকম হওয়া আমাদের কাছে কোনো সমস্যা নয়। বরং এটা আমাদের সম্প্রীতির ঐতিহ্য বহন করে। তবে নামকরণের পেছনের ইতিহাস তিনিও জানেন না।
আমের জন্য বিখ্যাত রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করেছে। এই জেলার চাষিরা বলছেন, এবার আবহাওয়া আম উপযোগী। তবে শঙ্কায় রয়েছেন নওগাঁর কৃষকেরা। আবহাওয়ার কারণে একই গাছে দু-তিনবার মুকুল ফুটছে। যদিও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এবার আম ভালো হবে।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে ফাঁকা গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার টেন্ডার বাক্স ভেঙে সব দরপত্র লুট করার ঘটনা ঘটেছে। এ সময় একজন ছুরিকাহতও হন। গতকাল সোমবার দুপুরে জেলার পবা উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের এক ছাত্রকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ ১৩ জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, সনদপত্র বাতিলসহ বিভিন্ন ধরনের সাজা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
৫ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের ১০৫ সদস্য মিলে ‘বাঁশখালী মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেড’ নামে সরকারি নিবন্ধন নিয়ে ৬৮ একর মৎস্য প্রকল্প গড়ে তোলেন ১২ বছর আগে। জুলাই আন্দোলনের পর পরিস্থিতি বদলে গেলে স্থানীয় বিএনপির নেতা মোশাররফ হোসেন লাভলুসহ তাঁর সহযোগীরা এ প্রকল্পের দখল নেওয়ার চেষ্টা...
৬ ঘণ্টা আগে