Ajker Patrika

ইসলামপুরে সংগঠনবিরোধী কাজ করায় ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে সংগঠনবিরোধী কাজ করায় ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার

জামালপুরের ইসলামপুরে সংগঠনবিরোধী কাজে সম্পৃক্ত থাকার দায়ে ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. রুবেল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রুবেল উপজেলার কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ ও সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুবেল হোসেনকে বহিষ্কার করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেনকে বারবার মৌখিক সতর্ক করা হয়। তবু তিনি সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাঁকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

ইসলামপুর-২এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. পাপন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রুবেল হোসেন দলের বলিষ্ঠ কর্মী। দলে তাঁর মতো দক্ষ ছাত্রনেতার প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাঁকে সতর্ক করা হলেও তিনি এসব হীন কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

তবে সদ্য বহিষ্কৃত কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বরং নিজ দলের বেশ কিছু নেতা-কর্মী আমার সঙ্গে সংগঠনবিরোধী কার্যকলাপ করেছেন। তাঁদের হীন কার্যকলাপে ব্যবসা করতে পারছি না। সুতরাং আমাকে প্রতিহিংসার আক্রোশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি, দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত