গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে জুমার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাংনী পৌরসভার উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে দুটি ও গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। মুসল্লিরা নামাজে থাকতেই চোরেরা মোটরসাইকেলগুলো নিয়ে পালিয়ে যায়।
চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকেরা হলেন গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মুসল্লিরা মোটরসাইকেল বাইরে রেখে নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই।
ভুক্তভোগী কাবরান আলী বলেন, ‘নামাজের সময় চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা কেউ কল্পনাও করতে পারিনি নামাজের সময় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাবে। তবে আমার গাড়িতে যে তেল রয়েছে, তাতে ৩ তিন কিলোমিটারের বেশি যেতে পারবে না।’ এ ঘটনায় দুপুরে গাংনী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, ‘ফার্নিচারের সামনে মোটরসাইকেল রেখে নামাজে গিয়েছিলাম। এসে দেখি মোটরসাইকেল নেই।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চুরির খবর পাওয়ার পরপরই প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি স্থান থেকে মোট চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত শুরু হয়েছে, মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
মেহেরপুরের গাংনীতে জুমার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাংনী পৌরসভার উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে দুটি ও গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। মুসল্লিরা নামাজে থাকতেই চোরেরা মোটরসাইকেলগুলো নিয়ে পালিয়ে যায়।
চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকেরা হলেন গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সোলায়মান হোসেনের ছেলে হাবিবুর রহমান লিখন, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত শেখের ছেলে রকিবুল ইসলাম, চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে কাবরান আলী ও ধানখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিল্লাল হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মুসল্লিরা মোটরসাইকেল বাইরে রেখে নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করে গিয়ে দেখেন মোটরসাইকেল নেই।
ভুক্তভোগী কাবরান আলী বলেন, ‘নামাজের সময় চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা কেউ কল্পনাও করতে পারিনি নামাজের সময় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাবে। তবে আমার গাড়িতে যে তেল রয়েছে, তাতে ৩ তিন কিলোমিটারের বেশি যেতে পারবে না।’ এ ঘটনায় দুপুরে গাংনী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন বলেন, ‘ফার্নিচারের সামনে মোটরসাইকেল রেখে নামাজে গিয়েছিলাম। এসে দেখি মোটরসাইকেল নেই।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চুরির খবর পাওয়ার পরপরই প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি স্থান থেকে মোট চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত শুরু হয়েছে, মোটরসাইকেল উদ্ধারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ মিনিট আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
১০ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
১৭ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
২০ মিনিট আগে