গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছেন, দাম কমার চেয়ে বাড়ে বেশি। দাম যখন কমে, তখন ৫ থেকে ১০ টাকা কমে। আর বেড়ে গেলে ২০ থেকে ৩০ টাকা। এর মূল কারণ সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়।
ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে, না হলে ক্রেতারা প্রতিনিয়ত ঠকছে। উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বামন্দী বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, রসুন ১২০ টাকা এবং আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আলুর দামে স্বস্তি রয়েছে ক্রেতাদের। সবজির দামও কিছুটা বেড়েছে। ব্যবসায়ী ও বাজার করতে আসা বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার করতে আসা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বাজারে এসে দেখি হঠাৎ পেঁয়াজের কেজি ৬০ টাকা। গত হাটেও পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি। রসুন ১৩০ টাকা কেজি, যা গত হাটে ছিল ১০০ টাকা কেজি। বাজারে আলু খুবই সস্তা—১০০ টাকায় পাঁচ কেজি। হঠাৎ পেঁয়াজ ও রসুনের দাম এত বেড়ে গেল কেন বুঝতে পারছি না।’
বাজার করতে আসা আক্কাস আলী বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম বাড়ে কেন জানি না। চাষিরা কোনো কিছু বিক্রি করতে গেলেই দাম থাকে না আর কিনতে গেলে দাম বেড়ে যায়। আজ বাজার করতে এসে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে।
তেরাইল মাঠের পেঁয়াজচাষি আলফাজ উদ্দিন বলেন, আমার পেঁয়াজ বাড়ি থেকে গ্রামের মানুষ কিনে নিয়ে গেছে। ৪০ টাকা কেজি বিক্রি করেছি। এখন থাকলে দাম একটু বেশি পেতাম।
বামন্দী বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, বাজারে কেজিপ্রতি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৩০ টাকা, মরিচ ৬০ টাকা, আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি। মনে হচ্ছে দাম আরও বাড়বে। গত হাটে পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকা আর রসুন ১০০ টাকা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্য অতিরিক্ত নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণের সবার সহযোগিতা কামনা করছি।
মেহেরপুরের গাংনীতে আবারও গরম পেঁয়াজের বাজার। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। গত হাটেও পেঁয়াজের দাম কেজিপ্রতি ছিল ৪০ টাকা। রসুন ছিল ১০০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। ক্রেতারা বলছেন, দাম কমার চেয়ে বাড়ে বেশি। দাম যখন কমে, তখন ৫ থেকে ১০ টাকা কমে। আর বেড়ে গেলে ২০ থেকে ৩০ টাকা। এর মূল কারণ সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়।
ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে, না হলে ক্রেতারা প্রতিনিয়ত ঠকছে। উপজেলা প্রশাসন বলছে, বাজার মনিটরিং আরও বাড়াতে হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার বামন্দী বাজারে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, রসুন ১২০ টাকা এবং আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আলুর দামে স্বস্তি রয়েছে ক্রেতাদের। সবজির দামও কিছুটা বেড়েছে। ব্যবসায়ী ও বাজার করতে আসা বিভিন্ন ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার করতে আসা মো. ইলিয়াস হোসেন বলেন, ‘বাজারে এসে দেখি হঠাৎ পেঁয়াজের কেজি ৬০ টাকা। গত হাটেও পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি। রসুন ১৩০ টাকা কেজি, যা গত হাটে ছিল ১০০ টাকা কেজি। বাজারে আলু খুবই সস্তা—১০০ টাকায় পাঁচ কেজি। হঠাৎ পেঁয়াজ ও রসুনের দাম এত বেড়ে গেল কেন বুঝতে পারছি না।’
বাজার করতে আসা আক্কাস আলী বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ। মাঝে মাঝে কিছু জিনিসের দাম বাড়ে কেন জানি না। চাষিরা কোনো কিছু বিক্রি করতে গেলেই দাম থাকে না আর কিনতে গেলে দাম বেড়ে যায়। আজ বাজার করতে এসে দেখছি পেঁয়াজ ও রসুনের দাম বেড়েছে।
তেরাইল মাঠের পেঁয়াজচাষি আলফাজ উদ্দিন বলেন, আমার পেঁয়াজ বাড়ি থেকে গ্রামের মানুষ কিনে নিয়ে গেছে। ৪০ টাকা কেজি বিক্রি করেছি। এখন থাকলে দাম একটু বেশি পেতাম।
বামন্দী বাজারের ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, বাজারে কেজিপ্রতি পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৩০ টাকা, মরিচ ৬০ টাকা, আলু ১০০ টাকায় পাঁচ কেজি। আমরা বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করি। মনে হচ্ছে দাম আরও বাড়বে। গত হাটে পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকা আর রসুন ১০০ টাকা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্য অতিরিক্ত নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাজারের পরিস্থিতি খারাপ হয়। বাজার নিয়ন্ত্রণের সবার সহযোগিতা কামনা করছি।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে