Ajker Patrika

পদ্মায় ইলিশের জালে ধরা পড়ল ১২ কেজির বোয়াল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৪: ০৩
পদ্মায় ইলিশের জালে ধরা পড়ল ১২ কেজির বোয়াল

মানিকগঞ্জের হরিরামপুরে ইলিশের জালে ধরা পড়েছে ১২ কেজির এক বোয়াল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হরিণাঘাট এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

হরিণা ঘাট এলাকার জেলেরা জানান, বুধবার সন্ধ্যায় চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রামের জেলে আলম মিয়া নদীতে মাছ শিকার করতে যান। আজ ভোর ৫টার দিকে হরিণা ট্রলারঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। মাছটি বিক্রির জন্য হরিণা ট্রলারঘাটে নিয়ে আসেন আলম। পাটগ্রামের আমির হোসেনসহ পাঁচজন কৃষক বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

পাটগ্রামের বাসিন্দা ও মৎস্য শিকারি আলম মিয়া বলেন, ‘হরিণা ঘাট থেকে একটু ভেতরে পদ্মায় আজ ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে জাল নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।’

মাছের ক্রেতা ও পাটগ্রামের কৃষক আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘১২ কেজির বোয়াল মাছটি সরাসরি জেলের কাছ থেকে ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিণা ঘাটে পানিতে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। আমিসহ পাঁচজন কৃষক ভাগ করে নিয়েছি।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম আজকের পত্রিকাকে বলেন, ‘হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল মাছ ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত