হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে নবান্নের ধান কাটার ধুম পড়লেও মুখ মলিন কৃষকদের। বর্ষা মৌসুমে এবার পানি কম পাওয়ায় ফলন নিয়ে কপালে চিন্তার ভাঁজ। উৎপাদন খরচ উঠবে কি না—এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
অনেক কৃষক আবার ধান কেটে জমি তৈরি করছেন সরিষা বা মুড়িকাটা পেঁয়াজ চাষের জন্য। তবে ধানের ফলন ভালো না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছে উপজেলার কয়েক হাজার কৃষক।
উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, কৃষকেরা ধান কাটার জন্য নিজে এবং রোজ হিসেবে শ্রমিক নিয়েছেন। অনেকে আবার পুরো খেত চুক্তিতেও ধান কাটাচ্ছেন।
কৃষকেরা জানান, বর্ষা মৌসুমে এবার পানি কম হওয়ায় এ বছর বোনা (ছিটায় বোনা) আমনের ফলন আশানুরূপ হয়নি। যা হয়েছে তাতে শ্রমিক খরচ দিয়ে লোকসানের আশঙ্কা রয়েছে।
উপজেলার বয়ড়া ইউনিয়নের মীরডাঙ্গী চরের আমনচাষি গইজদ্দীন বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান বুনছিলাম। পানি কম হওয়ায় এবার ফলন ভালো হয়নি। নিজে কাটলে খরচ উঠব। তাই নিজে কাটতেছি। কামলা নিলে লোকসান হইব।’
আরেক আমনচাষি সাহিদ খাঁ বলেন, ‘তিলের মধ্যে আমন চাষ করেছিলম। তিল ভালো হইছিল। তয় পানির কারণে আমন ধান কম হইছে।’
উপজেলার বাল্লা ইউনিয়নের খেরুপাড়া গ্রামের কৃষক বারেক মোল্লা বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে আমন বুনছি। কিন্তু পানি কম হওয়ায় ধান ভালো হয়নি। সার আর কামলা খরচ যে হারে লাগে তাতে আমার লোকসান হবে। কারণ, দুই বিঘা জমিতে সর্বোচ্চ ছয়-সাত মণ ধান হবে। এতে খরচ উঠব না।’
ঝিটকা উজানপাড়া গ্রামের নুরুল বলেন, ‘আমি তিন বিঘা জমিতে বোনা আমন বুনছি। ফলন মোটামুটি হইছে। তবে যে হারে খরচ হয়েছে, তাতে খরচের টাকা হয়তো উঠবে। ফলন যা হইছিল তাতে বর্ষার পানি যদি আরও কিছুদিন থাকলে আরও ভালো ফলন হতো। আমাদের এলাকায় ভরপুর একটা বর্ষা দরকার।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি বছরে বোনা আমনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০ হেক্টর জমি। তবে আবাদ ৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে হয়েছে। আর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩৫ হেক্টর জমিতে।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সোহেল বলেন, ‘চলতি বছরে পানি একটু কম হওয়ায় নিচু এলাকায় রোপা আমন চাষ বেশি হয়েছে। তবে পানি একটু কম হলেও আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা আছে, তা পূরণ হবে আশা করি। আর কৃষক যাতে ধানের বীজ, সার ঠিকমতো পায় সে জন্য আমাদের যথেষ্ট তদারকি ছিল।’
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠে মাঠে নবান্নের ধান কাটার ধুম পড়লেও মুখ মলিন কৃষকদের। বর্ষা মৌসুমে এবার পানি কম পাওয়ায় ফলন নিয়ে কপালে চিন্তার ভাঁজ। উৎপাদন খরচ উঠবে কি না—এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
অনেক কৃষক আবার ধান কেটে জমি তৈরি করছেন সরিষা বা মুড়িকাটা পেঁয়াজ চাষের জন্য। তবে ধানের ফলন ভালো না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছে উপজেলার কয়েক হাজার কৃষক।
উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, কৃষকেরা ধান কাটার জন্য নিজে এবং রোজ হিসেবে শ্রমিক নিয়েছেন। অনেকে আবার পুরো খেত চুক্তিতেও ধান কাটাচ্ছেন।
কৃষকেরা জানান, বর্ষা মৌসুমে এবার পানি কম হওয়ায় এ বছর বোনা (ছিটায় বোনা) আমনের ফলন আশানুরূপ হয়নি। যা হয়েছে তাতে শ্রমিক খরচ দিয়ে লোকসানের আশঙ্কা রয়েছে।
উপজেলার বয়ড়া ইউনিয়নের মীরডাঙ্গী চরের আমনচাষি গইজদ্দীন বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান বুনছিলাম। পানি কম হওয়ায় এবার ফলন ভালো হয়নি। নিজে কাটলে খরচ উঠব। তাই নিজে কাটতেছি। কামলা নিলে লোকসান হইব।’
আরেক আমনচাষি সাহিদ খাঁ বলেন, ‘তিলের মধ্যে আমন চাষ করেছিলম। তিল ভালো হইছিল। তয় পানির কারণে আমন ধান কম হইছে।’
উপজেলার বাল্লা ইউনিয়নের খেরুপাড়া গ্রামের কৃষক বারেক মোল্লা বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে আমন বুনছি। কিন্তু পানি কম হওয়ায় ধান ভালো হয়নি। সার আর কামলা খরচ যে হারে লাগে তাতে আমার লোকসান হবে। কারণ, দুই বিঘা জমিতে সর্বোচ্চ ছয়-সাত মণ ধান হবে। এতে খরচ উঠব না।’
ঝিটকা উজানপাড়া গ্রামের নুরুল বলেন, ‘আমি তিন বিঘা জমিতে বোনা আমন বুনছি। ফলন মোটামুটি হইছে। তবে যে হারে খরচ হয়েছে, তাতে খরচের টাকা হয়তো উঠবে। ফলন যা হইছিল তাতে বর্ষার পানি যদি আরও কিছুদিন থাকলে আরও ভালো ফলন হতো। আমাদের এলাকায় ভরপুর একটা বর্ষা দরকার।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি বছরে বোনা আমনের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০ হেক্টর জমি। তবে আবাদ ৩ হাজার ৫৭০ হেক্টর জমিতে হয়েছে। আর রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩৫ হেক্টর জমিতে।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সোহেল বলেন, ‘চলতি বছরে পানি একটু কম হওয়ায় নিচু এলাকায় রোপা আমন চাষ বেশি হয়েছে। তবে পানি একটু কম হলেও আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা আছে, তা পূরণ হবে আশা করি। আর কৃষক যাতে ধানের বীজ, সার ঠিকমতো পায় সে জন্য আমাদের যথেষ্ট তদারকি ছিল।’
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৫ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৫ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৫ ঘণ্টা আগে