Ajker Patrika

মাগুরায় পেঁয়াজ ৮ ঘণ্টার ব্যবধানে কেজিতে ১০০ টাকা বেশি

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২০: ৫৪
মাগুরায় পেঁয়াজ ৮ ঘণ্টার ব্যবধানে কেজিতে ১০০ টাকা বেশি

মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে। 

সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা। 

দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’ 

মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’

পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’ 

কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’ 

এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত