Ajker Patrika

বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি
বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

শিবচর (মাদারীপুর):  প্রচণ্ড রোদ উপেক্ষা করে ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আজ মঙ্গলবার ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে।

বাংলাবাজার ঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিনাঞ্চল থেকে যাত্রীরা আসছে শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে যাত্রীদের।

মো. হামিদ মিয়া নামের এক যাত্রী বলেন,'ভোরে গরম কম থাকায় রওনা দিয়েছি। কিন্তু ঘাটে এসে দেখি হাজার হাজার যাত্রী। গাদাগাদি করেই পার হতে হচ্ছে।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে ১৮ টি ফেরি চলাচল করছে। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রী চাপ বেশি রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম।

চরজানাজান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশের টিম ঘাটে কাজ করে যাচ্ছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়া হচ্ছে না।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে উভয়ঘাটগামী যাত্রীদের ভিড় রয়েছে। সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত