মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শহরের পুরানবাজারের ইসলামিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে মাহামুদ সিদ্দিক গতকাল বুধবার সকালে সুপারি বিক্রির জন্য মাদারীপুরে আসেন। পুরানবাজারের বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করে দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য ইসলামিয়া আবাসিক হোটেলে আসেন। তিনি সেখানে একটি কক্ষ ভাড়া নিয়ে বিশ্রাম নেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্ষ পরিষ্কার করার জন্য হোটেলের বয় ডাকাডাকি করেন। তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
ইসলামিয়া আবাসিক হোটেলের ম্যানেজার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যবসায়ীকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মাহামুদ সিদ্দিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। প্রাথমিকভাবে আমাদের তাই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুর শহরের পুরানবাজারের ইসলামিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মাহামুদ সিদ্দিক (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে মাহামুদ সিদ্দিক গতকাল বুধবার সকালে সুপারি বিক্রির জন্য মাদারীপুরে আসেন। পুরানবাজারের বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করে দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য ইসলামিয়া আবাসিক হোটেলে আসেন। তিনি সেখানে একটি কক্ষ ভাড়া নিয়ে বিশ্রাম নেন। রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্ষ পরিষ্কার করার জন্য হোটেলের বয় ডাকাডাকি করেন। তার কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।
ইসলামিয়া আবাসিক হোটেলের ম্যানেজার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই ব্যবসায়ীকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে মাহামুদ সিদ্দিকের মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মাহামুদ সিদ্দিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। প্রাথমিকভাবে আমাদের তাই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
২ মিনিট আগেঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
৯ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
১৬ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
১৯ মিনিট আগে