Ajker Patrika

এমপি আনোয়ারুল হত্যা: আওয়ামী লীগ নেতা কামালকে ঝিনাইদহের কারাগারে স্থানান্তর

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৯: ৩৩
এমপি আনোয়ারুল হত্যা: আওয়ামী লীগ নেতা কামালকে ঝিনাইদহের কারাগারে স্থানান্তর

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে সময় জেলা কারাগার কর্তৃপক্ষ বাবুকে বুঝে পায়। 

এর আগে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আদেশ দেওয়ার পর বাবুকে ঝিনাইদহে আনা হলো।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী কামাল আহমেদ বাবুকে আমরা বুঝে পেয়েছি। ঢাকা সিএমএম আদালতের নির্দেশনা অনুযায়ী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে পুলিশ ভ্যানের মাধ্যমে তাঁকে এখানে পাঠানো হয়। তাঁকে পাঠানোর সময় নেতৃত্বে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক সিদ্দিকুর রহমান।’ 

এদিকে কামাল আহমেদকে ঝিনাইদহ জেলা কারাগারের স্থানান্তর উপলক্ষে কারাগারের প্রধান ফটকে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। তখন ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত