সাইফুল মাসুম ও সৌগত বসু, ঢাকা
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের উপস্থিত অনেক কম। ভোটারদের জন্য যে লাইনগুলো করা হয়েছে তাও ফাঁকা। দুই-একজন ভোটার যাঁরা কেন্দ্রে আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুলনা সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে সকালবেলা ভোট দিতে এসেছেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাহেব আলী। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলছেন খুলনার মানুষ গরম ভাত খেয়ে ভোট দিতে আসবে।
একই কেন্দ্রে ভোট দিতে এসে নাম প্রকাশ না করা শর্তে এক ভোটার বলেন, ‘২০১৮ সালে ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনেছি ভোট হয়ে গেছে। এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে আনছে। কারণ মানুষের মধ্যে উৎসাহ কম।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে মনে করেন পাইওনিয়ার মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার ১ হাজার ৪৪৫ জন। আপনারা দেখেছেন উপস্থিতি অনেক কম। আশা করি বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।’
ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে মানুষ আস্তে ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’
নির্বাচন কমিশন সূত্র বলছে, কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের উপস্থিত অনেক কম। ভোটারদের জন্য যে লাইনগুলো করা হয়েছে তাও ফাঁকা। দুই-একজন ভোটার যাঁরা কেন্দ্রে আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুলনা সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে সকালবেলা ভোট দিতে এসেছেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাহেব আলী। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলছেন খুলনার মানুষ গরম ভাত খেয়ে ভোট দিতে আসবে।
একই কেন্দ্রে ভোট দিতে এসে নাম প্রকাশ না করা শর্তে এক ভোটার বলেন, ‘২০১৮ সালে ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনেছি ভোট হয়ে গেছে। এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে আনছে। কারণ মানুষের মধ্যে উৎসাহ কম।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে মনে করেন পাইওনিয়ার মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার ১ হাজার ৪৪৫ জন। আপনারা দেখেছেন উপস্থিতি অনেক কম। আশা করি বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।’
ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে মানুষ আস্তে ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’
নির্বাচন কমিশন সূত্র বলছে, কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
৮ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে