Ajker Patrika

জাতীয় পার্টির বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি 
জাতীয় পার্টির বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জাতীয় পার্টির বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পার্টির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রধান গেটে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রতিবাদ হিসেবে একটি পত্রিকা পুড়িয়ে ফেলা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের বিচার করতে হবে। ভারতের দালাল প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আবু সাঈদ ও মুগ্ধ ভাইদের আত্মত্যাগ ভুলিনি। রাজপথেই এর সুষ্ঠু সমাধান করব।’

বক্তারা আরও বলেন, ‘জাতীয় পার্টি স্বৈরাচারী সরকারের অনুগত বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে চেয়েছিল। এখন সেই সুযোগ চলে যাওয়ায় তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের সব ষড়যন্ত্র ছাত্র-জনতা রাজপথে থেকে প্রতিহত করবে। তাদের বিচারের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত