Ajker Patrika

ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হাফিজুর

ইবি প্রতিনিধি
নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার এ তথ্য জানান রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

রেজিস্ট্রার জানান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হাফিজুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘আমি প্রথমে বিভাগ থেকে সেশনজট দূর করার পরিকল্পনা করেছি। পাশাপাশি বিভাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। সহকর্মীদের সঙ্গে পরিকল্পনা করে বিভাগকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত