পাইকগাছা (খুলনা)
পাইকগাছা-খুলনা প্রধান সড়কের আগড় ঘাটা থেকে কাশিমনগর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু সংস্কারের কাজ ধীর গতিতে হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। ২০ মিনিটের পথ যেতে সময় লাগছে এক ঘণ্টা।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, খুলনা-পাইকগাছা সড়কের হরিঢালী ইউনিয়নের আগড়ঘাটা বাজার, মামুদকাটী বাজার, কপিলমুনি ও কাশিমনগর বাজার পর্যন্ত সংস্কার কাজ চলছে। কিন্তু সংস্কার কাজটি এত ধীর গতিতে চলছে যে বর্ষা মৌসুমে মামুদকাটী বাজার থেকে গোলাবাড়ী হয়ে কপিলমুনি হাসপাতাল পর্যন্ত সড়কে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের ওই অংশে সংস্কারের জন্য দীর্ঘদিন খুঁড়ে রাখায় যানবাহনসহ পথচারীদের চলাচলে মারাত্মক বিড়ম্বনার শিকার হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হচ্ছে তাঁদের।
শুধু তাই নয়, প্রায় দিনই ছোটবড় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কের মামুদকাটি বাজার, কপিলমুনি বাজার অংশের সংস্কার কাজ অতি ধীরে করায় স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইচ্ছে মাফিক খুঁড়ে রাখা এবড়োখেবড়ো সড়ক পাড়ি দিয়ে সঠিক সময়ে ক্লাসে যোগ দিতে পারছে না তাঁর। রপ্তানিযোগ্য কোটি কোটি টাকার হিমায়িত চিংড়ির পরিবহনগুলো দীর্ঘসময় যানজটের কবলে পড়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় মাছ নষ্ট হয়ে যাচ্ছে।
পাইকগাছা মৎস্য আড়তদারী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সম্পাদক শাহিনুর রহমান বলেন, রাস্তা খারাপ থাকার কারণে ঢাকা থেকে কোনো বড় ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসছে না। কিছু ছোট এক টনে ট্রাক আসলেও খারাপ রাস্তার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে বরফ গলে মাছ নষ্ট হচ্ছে। সে কারণে রপ্তানি করতে ব্যর্থ হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
পাইকগাছা বাগদা চিংড়ি বিপণন কেন্দ্রের সভাপতি শেখ জালাল হোসেন বলেন, এ অঞ্চল থেকে প্রতিদিন কোটি টাকার হিমায়িত বাগদা চিংড়ি দেশের বিভিন্ন কোম্পানিতে যায়। এখন এই ৮ কিলোমিটার রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে। যা আগে সময় লাগত ১৫ থেকে ২০ মিনিট।
বাস মালিক সমিতির সভাপতি শেখ হরুনর রশিদ হিরু ও লাইন সম্পাদক শেখ জাহিদুল বলেন, পাইকগাছা থেকে খুলনায় যেতে বাসে সময় লাগত ৩ ঘণ্টা। এখন সময় লাগে সাড়ে ৪ ঘণ্টা। রাস্তার একপাশ খুঁড়ে রাখার কারণে একপাশ দিয়ে বাস চলাচল করে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত সুপার ভাইজার মো. শাহীন আহম্মদ বলেন, জনবহুল রাস্তার কাজ করতে গেলে একটু দেরি হয়। বৃষ্টির কারণে এ জনদুর্ভোগ বেড়েছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সংস্কারের কাজ শেষ করব।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাইকগাছা-খুলনা প্রধান সড়কের আগড় ঘাটা থেকে কাশিমনগর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু সংস্কারের কাজ ধীর গতিতে হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। ২০ মিনিটের পথ যেতে সময় লাগছে এক ঘণ্টা।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, খুলনা-পাইকগাছা সড়কের হরিঢালী ইউনিয়নের আগড়ঘাটা বাজার, মামুদকাটী বাজার, কপিলমুনি ও কাশিমনগর বাজার পর্যন্ত সংস্কার কাজ চলছে। কিন্তু সংস্কার কাজটি এত ধীর গতিতে চলছে যে বর্ষা মৌসুমে মামুদকাটী বাজার থেকে গোলাবাড়ী হয়ে কপিলমুনি হাসপাতাল পর্যন্ত সড়কে চলাচলে একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের ওই অংশে সংস্কারের জন্য দীর্ঘদিন খুঁড়ে রাখায় যানবাহনসহ পথচারীদের চলাচলে মারাত্মক বিড়ম্বনার শিকার হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হচ্ছে তাঁদের।
শুধু তাই নয়, প্রায় দিনই ছোটবড় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কের মামুদকাটি বাজার, কপিলমুনি বাজার অংশের সংস্কার কাজ অতি ধীরে করায় স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইচ্ছে মাফিক খুঁড়ে রাখা এবড়োখেবড়ো সড়ক পাড়ি দিয়ে সঠিক সময়ে ক্লাসে যোগ দিতে পারছে না তাঁর। রপ্তানিযোগ্য কোটি কোটি টাকার হিমায়িত চিংড়ির পরিবহনগুলো দীর্ঘসময় যানজটের কবলে পড়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় মাছ নষ্ট হয়ে যাচ্ছে।
পাইকগাছা মৎস্য আড়তদারী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সম্পাদক শাহিনুর রহমান বলেন, রাস্তা খারাপ থাকার কারণে ঢাকা থেকে কোনো বড় ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসছে না। কিছু ছোট এক টনে ট্রাক আসলেও খারাপ রাস্তার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে বরফ গলে মাছ নষ্ট হচ্ছে। সে কারণে রপ্তানি করতে ব্যর্থ হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
পাইকগাছা বাগদা চিংড়ি বিপণন কেন্দ্রের সভাপতি শেখ জালাল হোসেন বলেন, এ অঞ্চল থেকে প্রতিদিন কোটি টাকার হিমায়িত বাগদা চিংড়ি দেশের বিভিন্ন কোম্পানিতে যায়। এখন এই ৮ কিলোমিটার রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে। যা আগে সময় লাগত ১৫ থেকে ২০ মিনিট।
বাস মালিক সমিতির সভাপতি শেখ হরুনর রশিদ হিরু ও লাইন সম্পাদক শেখ জাহিদুল বলেন, পাইকগাছা থেকে খুলনায় যেতে বাসে সময় লাগত ৩ ঘণ্টা। এখন সময় লাগে সাড়ে ৪ ঘণ্টা। রাস্তার একপাশ খুঁড়ে রাখার কারণে একপাশ দিয়ে বাস চলাচল করে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত সুপার ভাইজার মো. শাহীন আহম্মদ বলেন, জনবহুল রাস্তার কাজ করতে গেলে একটু দেরি হয়। বৃষ্টির কারণে এ জনদুর্ভোগ বেড়েছে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা সংস্কারের কাজ শেষ করব।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৫ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩২ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৪১ মিনিট আগে