যশোর প্রতিনিধি
যশোর শহর যানজটমুক্ত করতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ফুটপাত থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে। গত রোববার থেকে এই অভিযান শুরু হয়। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
দুই দিনে শতাধিক অটোরিকশা জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত থেকে দুই শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। তাঁরা বলছেন, এই অভিযানের ফলে দরিদ্র শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফুটপাত দখলকারী বহুতল ভবন মালিক ও অবৈধ অটোরিকশার মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জানা গেছে, যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে যানজটে নিরসনে এই অভিযান শুরু করেছে পৌরসভা। পৌরবাসীর যানজটের হাত থেকে স্বস্তি দিতে পুরো রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদের নেতৃত্বে পৌরসভার কর্মী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। শহরের দড়াটানা, জজকোর্ট মোড়, হাসপাতাল মোড়, চিত্রার মোড়, থানার মোড় এলাকা থেকে শতাধিক ইজিবাইক, ইঞ্জিনচালিত অটোরিকশা জব্দ করা হয়।
হরিদাস নামের এক রিকশাচালক বলেন, ‘অটোরিকশা নিয়ে শহরে এসেছিলাম। অভিযানে আমার রিকশা জব্দ করেছে। আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। কবে রিকশা হাতে পাব জানি না, অপেক্ষায় আছি। সুদ করে টাকা জোগাড় করে রিকশা ছাড়াতে এসেছি।’
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বলেন, ‘মোটরচালিত অটোরিকশার কোনো অনুমতি নেই। রমজান মাসে শহরে যানজট কমাতে এবং জনজীবনে চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে শুরু করেছি। অভিযান পরিচালনার আগে সতর্ক করতে দুই দিন আগে মাইকিং করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। গ্যারেজমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাব।’
যশোরের ট্রাফিক বিভাগের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘পৌরসভা ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে জব্দ অবৈধ অটোরিকশাচালকদের জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের সতর্ক করা হচ্ছে।’
যশোর শহর যানজটমুক্ত করতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ফুটপাত থেকে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে। গত রোববার থেকে এই অভিযান শুরু হয়। গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
দুই দিনে শতাধিক অটোরিকশা জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত থেকে দুই শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পুরো রমজান মাসজুড়ে অভিযান অব্যাহত থাকবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অনেকে অভিযোগ তুলেছেন। তাঁরা বলছেন, এই অভিযানের ফলে দরিদ্র শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ফুটপাত দখলকারী বহুতল ভবন মালিক ও অবৈধ অটোরিকশার মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জানা গেছে, যশোর জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরে যানজটে নিরসনে এই অভিযান শুরু করেছে পৌরসভা। পৌরবাসীর যানজটের হাত থেকে স্বস্তি দিতে পুরো রমজান মাসজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদের নেতৃত্বে পৌরসভার কর্মী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। শহরের দড়াটানা, জজকোর্ট মোড়, হাসপাতাল মোড়, চিত্রার মোড়, থানার মোড় এলাকা থেকে শতাধিক ইজিবাইক, ইঞ্জিনচালিত অটোরিকশা জব্দ করা হয়।
হরিদাস নামের এক রিকশাচালক বলেন, ‘অটোরিকশা নিয়ে শহরে এসেছিলাম। অভিযানে আমার রিকশা জব্দ করেছে। আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। কবে রিকশা হাতে পাব জানি না, অপেক্ষায় আছি। সুদ করে টাকা জোগাড় করে রিকশা ছাড়াতে এসেছি।’
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ বলেন, ‘মোটরচালিত অটোরিকশার কোনো অনুমতি নেই। রমজান মাসে শহরে যানজট কমাতে এবং জনজীবনে চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে শুরু করেছি। অভিযান পরিচালনার আগে সতর্ক করতে দুই দিন আগে মাইকিং করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। গ্যারেজমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানাব।’
যশোরের ট্রাফিক বিভাগের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ‘পৌরসভা ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে জব্দ অবৈধ অটোরিকশাচালকদের জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের সতর্ক করা হচ্ছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা ও এলাকাবাসী তাঁর বাড়িতে জড়ো হচ্ছেন। সাম্যর মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
৪ মিনিট আগেটাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
৭ মিনিট আগেগ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিদার (৩২), রায়হান উদ্দিন জাবেদ (২০), আরমান ওরফে ছনু মিয়া (২৫), মো. সাকিব (২৩), তাহসিন (২৪), সুমন (২৪) ও আব্দুল খালেক (৩৮)। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ২৮ এপ্রিল পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগে