প্রতিনিধি
ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ায় পাট চাষে এবার বাম্পার ফলনের আশা কৃষকদের। অনাবৃষ্টিতে বীজ বপনে সমস্যা হলেও পরবর্তীতে স্বাভাবিক বৃষ্টিপাত থাকায় পাটের চাষ ভালো হয়েছে বলে জানিয়েছেন অনেক কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, এবার উপজেলায় ৮৯৯ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ৮৬৬ হেক্টর। গতবারের চেয়ে এবার ৩৩ হেক্টর জমিতে আবাদ বেড়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে কমবেশি জমিতে পাটের আবাদ হয়েছে এবার।
এলাকার কয়েকজন কৃষক জানান, কয়েক বছর পাটের দাম কম ও খানাখন্দক কমে যাওয়ায় পাট জাগ দেওয়ার জায়গার অভাব দেখা দিয়েছে। এতে এক জায়গায় একাধিকবার পাট জাগ দিতে হয়। ফলে সময়মতো পাট জাগ দিতে না পারায় পাটের আঁশ ভালো পাওয়া যায় না। তবে গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষকেরা আবারও পাট চাষে ঝুঁকেছেন বলেও জানান তাঁরা।
কৃষকেরা আরও জানান, চলতি বছর অনাবৃষ্টিতে কৃষকেরা সময়মতো বীজ বপন করতে পারেননি। তাই দেরিতে বীজ বপন করেছেন অনেকে। কেউ কেউ সেচ দিয়ে পাটের বীজ বপন করেছেন। তবে পরবর্তীতে বৃষ্টি হওয়ায় আবাদ ভালো হয়েছে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বরাত দিয়ে কৃষি অফিস থেকে জানা যায়, এর আগে প্রথম লবণ সহিষ্ণু জাত হিসেবে বিজেআরআই দেশি পাট-৮ ছিল। এখন বীজে আর আই বেশি পাট-১০ অনুমোদন পেয়েছে। যা দেশি পাট-৮ থেকে ৩ ডিএস/এম (ডিসিসিমেন্স পার মিটার-লবণাক্ততার একক) বেশি লবণ সহিষ্ণু। এ পাট ১২ ডিএস/এম লবণাক্ত জমিতে ভালো হবে। এরই মধ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত দেশি পাট-১০ এর জাত অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১০৪ তম সভায় এ সিদ্ধান্ত হয়। এ জাতের পাটের উদ্ভাবন টিমের প্রধান ছিলেন, বিজেআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিসি) কৃষিবিদ ড. নার্গিস আক্তার।
কৃষিবিদ সাংবাদিকদের বলেন, এ জাতের মাধ্যমে দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা পাট চাষের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকেরা বেশ লাভবার হবেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এবার উপজেলায় পাটের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আর উৎপাদনের পাশাপাশি দাম ভালো পেলে পাটের আবাদ আগের রূপ ফিরে পাবে বলে আশা করছেন তিনি।
ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ায় পাট চাষে এবার বাম্পার ফলনের আশা কৃষকদের। অনাবৃষ্টিতে বীজ বপনে সমস্যা হলেও পরবর্তীতে স্বাভাবিক বৃষ্টিপাত থাকায় পাটের চাষ ভালো হয়েছে বলে জানিয়েছেন অনেক কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন বলেন, এবার উপজেলায় ৮৯৯ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ৮৬৬ হেক্টর। গতবারের চেয়ে এবার ৩৩ হেক্টর জমিতে আবাদ বেড়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে কমবেশি জমিতে পাটের আবাদ হয়েছে এবার।
এলাকার কয়েকজন কৃষক জানান, কয়েক বছর পাটের দাম কম ও খানাখন্দক কমে যাওয়ায় পাট জাগ দেওয়ার জায়গার অভাব দেখা দিয়েছে। এতে এক জায়গায় একাধিকবার পাট জাগ দিতে হয়। ফলে সময়মতো পাট জাগ দিতে না পারায় পাটের আঁশ ভালো পাওয়া যায় না। তবে গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষকেরা আবারও পাট চাষে ঝুঁকেছেন বলেও জানান তাঁরা।
কৃষকেরা আরও জানান, চলতি বছর অনাবৃষ্টিতে কৃষকেরা সময়মতো বীজ বপন করতে পারেননি। তাই দেরিতে বীজ বপন করেছেন অনেকে। কেউ কেউ সেচ দিয়ে পাটের বীজ বপন করেছেন। তবে পরবর্তীতে বৃষ্টি হওয়ায় আবাদ ভালো হয়েছে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বরাত দিয়ে কৃষি অফিস থেকে জানা যায়, এর আগে প্রথম লবণ সহিষ্ণু জাত হিসেবে বিজেআরআই দেশি পাট-৮ ছিল। এখন বীজে আর আই বেশি পাট-১০ অনুমোদন পেয়েছে। যা দেশি পাট-৮ থেকে ৩ ডিএস/এম (ডিসিসিমেন্স পার মিটার-লবণাক্ততার একক) বেশি লবণ সহিষ্ণু। এ পাট ১২ ডিএস/এম লবণাক্ত জমিতে ভালো হবে। এরই মধ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত দেশি পাট-১০ এর জাত অবমুক্ত করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১০৪ তম সভায় এ সিদ্ধান্ত হয়। এ জাতের পাটের উদ্ভাবন টিমের প্রধান ছিলেন, বিজেআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিসি) কৃষিবিদ ড. নার্গিস আক্তার।
কৃষিবিদ সাংবাদিকদের বলেন, এ জাতের মাধ্যমে দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা পাট চাষের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকেরা বেশ লাভবার হবেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এবার উপজেলায় পাটের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আর উৎপাদনের পাশাপাশি দাম ভালো পেলে পাটের আবাদ আগের রূপ ফিরে পাবে বলে আশা করছেন তিনি।
জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৩ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১০ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৬ মিনিট আগে