বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের দুই উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হন। আজ মঙ্গলবার কচুয়া ও চিতলমারী উপজেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দেপাড়া বাজার এলাকায় দুজন সভাপতি প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধোপাখালী ইউনিয়ন সভাপতি প্রার্থী মো. লিয়াকত হোসেনসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। লিয়াকতকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে এবং লিয়াকতের ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লিয়াকত হোসেনের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারের নেতৃত্বে আব্দুল কাদের, আলমগীর, শিমুল, শ্রমিক লীগ নেতা সুমন, আফজাল হাওলাদার, হেদায়েত, ইস্কান্দার, ফজু, হুমায়ুন ইশারাতসহ ২৫-৩০ জন তাঁদের ওপর হামলা করেন। এতে তিনিসহ ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলার বিষয় অস্বীকার করে আফজাল হোসেন বলেন, ‘এই হামলার সঙ্গে আমি বা আমার অনুসারী কোনো নেতা-কর্মী জড়িত না।’
কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার খবর শুনেছি। বিএনপির দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ দুপুরে চিতলমারী উপজেলায় কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে চরচিংগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কিবির মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাঁদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন কিবির মাস্টার পক্ষের আরিফুজ্জামান (৪৫), দবির শেখ (৪০), ভুলু মোল্লা (৫০) ও আব্দুল আলী (৩০)। মোস্তাফিজুর রহমান কচির পক্ষের আহত ব্যক্তিরা হলেন খাদিজা বেগম (২৯), ইউনুছ শেখ (৫৫), ওসমান শেখ (৪০), কদম আলী (৪৫) ও শাহিদা বেগম (৩৫)। আরিফুজ্জামান ও খাদিজা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কিবির মাস্টারের অভিযোগ, মোস্তাফিজুর রহমান কচির লোকজন পরিকল্পিতভাবে হামলা করেছেন। এতে তাঁর পক্ষের ৬-৭ জন জখম হয়েছেন।
মোস্তাফিজুর রহমান কচি বলেন, কমিটির নির্বাচনে আমার পক্ষের লোকজন জয়লাভ করেছেন। এমনটা শুনতে পেরে কিবির মাস্টারের লোকজন হামলা চালিয়ে আমার পক্ষের ৭-৮ জনকে গুরুতর জখম করেছেন।
চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সম্মেলন কেন্দ্রের ৫০০ গজের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী কিবির মাস্টারের ছেলে ও তাঁর লোকজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগ ঘরানার লোকজনও জড়িত। যদি বিএনপির লোকজন জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন বলেন, ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের দুই উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হন। আজ মঙ্গলবার কচুয়া ও চিতলমারী উপজেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুরে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে দেপাড়া বাজার এলাকায় দুজন সভাপতি প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ধোপাখালী ইউনিয়ন সভাপতি প্রার্থী মো. লিয়াকত হোসেনসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হন। লিয়াকতকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে এবং লিয়াকতের ভাই শওকত হোসেন ও যুবদল নেতা জুয়েল রানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লিয়াকত হোসেনের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল হাওলাদারের নেতৃত্বে আব্দুল কাদের, আলমগীর, শিমুল, শ্রমিক লীগ নেতা সুমন, আফজাল হাওলাদার, হেদায়েত, ইস্কান্দার, ফজু, হুমায়ুন ইশারাতসহ ২৫-৩০ জন তাঁদের ওপর হামলা করেন। এতে তিনিসহ ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
হামলার বিষয় অস্বীকার করে আফজাল হোসেন বলেন, ‘এই হামলার সঙ্গে আমি বা আমার অনুসারী কোনো নেতা-কর্মী জড়িত না।’
কচুয়া উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার খবর শুনেছি। বিএনপির দলীয় শৃঙ্খলা বজায় রাখতে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ দুপুরে চিতলমারী উপজেলায় কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে চরচিংগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কিবির মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাঁদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন কিবির মাস্টার পক্ষের আরিফুজ্জামান (৪৫), দবির শেখ (৪০), ভুলু মোল্লা (৫০) ও আব্দুল আলী (৩০)। মোস্তাফিজুর রহমান কচির পক্ষের আহত ব্যক্তিরা হলেন খাদিজা বেগম (২৯), ইউনুছ শেখ (৫৫), ওসমান শেখ (৪০), কদম আলী (৪৫) ও শাহিদা বেগম (৩৫)। আরিফুজ্জামান ও খাদিজা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কিবির মাস্টারের অভিযোগ, মোস্তাফিজুর রহমান কচির লোকজন পরিকল্পিতভাবে হামলা করেছেন। এতে তাঁর পক্ষের ৬-৭ জন জখম হয়েছেন।
মোস্তাফিজুর রহমান কচি বলেন, কমিটির নির্বাচনে আমার পক্ষের লোকজন জয়লাভ করেছেন। এমনটা শুনতে পেরে কিবির মাস্টারের লোকজন হামলা চালিয়ে আমার পক্ষের ৭-৮ জনকে গুরুতর জখম করেছেন।
চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘সম্মেলন কেন্দ্রের ৫০০ গজের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী কিবির মাস্টারের ছেলে ও তাঁর লোকজনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এর সঙ্গে আওয়ামী লীগ ঘরানার লোকজনও জড়িত। যদি বিএনপির লোকজন জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন বলেন, ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
২১ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার বিষমুক্ত আম চাষাবাদ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় এই চাষাবাদকে বলা হচ্ছে ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতি।
২৪ মিনিট আগে