Ajker Patrika

আখাউড়ার সেই রেলওয়ে প্রকৌশলীর বদলি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
মিথুন কুমার দাস। ছবি: সংগৃহীত
মিথুন কুমার দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের আখাউড়া ইউনিটের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আইডব্লিউ) মিথুন কুমার দাসকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম সিআরবি অফিস থেকে গত ৪ জুন জারি করা আদেশপত্র অনুযায়ী, তাঁকে আখাউড়া থেকে ঢাকা ডিভিশন-২-এ বদলি করা হয়েছে। একই সঙ্গে তেজগাঁওয়ের এসএএসই মো. আব্দুল মজিদকে আখাউড়া ইউনিটে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে বদলির বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ডিএইএন-২) আহসান হাবীব।

গত ৩১ মে আজকের পত্রিকায় ‘আখাউড়ায় রেলওয়ে প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যে এই বদলির আদেশ কার্যকর করা হয়। উল্লেখ্য, আজকের পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে মিথুন দাসের বিরুদ্ধে সরকারি কোয়ার্টার অবৈধভাবে ভাড়া দেওয়া, প্রকল্পে নিম্নমানের নির্মাণকাজসহ নানা অনিয়ম করার অভিযোগ উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পরই আখাউড়ায় তা নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম হয়। স্থানীয়রা বলছেন, এ ধরনের অনিয়মের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্নীতির ঝুঁকি থাকে। এটা দেরিতে হলেও একটি সঠিক পদক্ষেপ। এদিকে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজকের পত্রিকার প্রতিবেদনটি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নেয় এবং তা পর্যালোচনা করেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত