Ajker Patrika

জীবননগর সীমান্তে নিহত যুবকের লাশ ৬ দিন ফিরে পেল পরিবার 

জীবননগর সীমান্তে নিহত যুবকের লাশ ৬ দিন ফিরে পেল পরিবার 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত মিজানুর রহমান ওরফে কয়রা মিজানের (৫০) লাশ হস্তান্তর করেছে ভারত। আজ বুধবার বিকেল ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি ও জীবননগর থানা-পুলিশর কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা। 

সন্ধ্যায় জীবননগরের বেনীপুর সীমান্ত থেকে মিজানুরের লাশ নিয়ে গ্রামে বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়ায় রওনা দেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান। 

ওসি জাবিদ বলেন, ‘বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা মিজানুরের লাশ নিয়ে বেনীপুর সীমান্তের জিরো পয়েন্টে আসেন। এ সময় মিজানের তৃতীয় স্ত্রী বেনীপুর গ্রামের বাসিন্দা নাসিমা খাতুন স্বামীর লাশ শনাক্ত করেন। পরে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, বেনীপুর বিওপির কমান্ডার মো. আতিয়ার রহমান, জীবননগর থানা-পুলিশের এসআই, এসএম রায়হান, সৈকত, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান সুজনের উপস্থিতিতে লাশ হস্তান্তর করে বিএসএফ ও কৃষ্ণনগর থানা-পুলিশের সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে মিজানুরের স্ত্রী নাসিমা খাতুনের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন বলেন, ‘ভারত থেকে মিজানুরের লাশ পুলিশ গ্রহণ করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরে মিজানুরের মরদেহ দাফনের জন্য তাঁর নিজ বাড়ি শৈলকুপার শেখপাড়ায় নিয়ে যান স্বজনেরা।’ 
 
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেনেছি। থানায় খোঁজ নিলে বিস্তারিত জানতে পারবেন।’ 

থানা-পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ভারতীয় গরুর ব্যবসা করতেন। সম্প্রতি তিনি অবৈধভাবে মানুষ পারাপারের কাজ করছিল। গত বৃহস্পতিবার মিজানুর ও তাঁর সহযোগীরা কয়েকজন মানুষ নিয়ে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মিজানুর। পালিয়ে যান তাঁর সহযোগীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত