Ajker Patrika

গড়াই নদ সাঁতরে পার হতে গিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
গড়াই নদ সাঁতরে পার হতে গিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সাঁতরে গড়াই নদ পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে জনি শেখ (১৮) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে কয়া ইকোপার্ক সংলগ্ন গড়াই নদে এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক কয়া ইউনিয়নের কয়া মধ্যপাড়া গ্রামের সলিমুদ্দিন শেখের ছেলে। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জনি ছুটি কাটাতে বাড়িতে আসে। আজ শুক্রবার দুপুরে তিন বন্ধু মিলে সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদে পৌঁছার পর জনি দম হারিয়ে পানিতে ডুবে যায়। তখন তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু তাঁকে খোঁজাখুঁজি করে। খুঁজে পাওয়া না পেয়ে জনির বন্ধুরা কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করা হয় এবং নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, দুপুরে সাঁতরে নদ পার হতে গিয়ে জনি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদে ডুবে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত