Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২০ অক্টোবর

খুবি প্রতিনিধি
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল ডিসিপ্লিনের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস ২০ অক্টোবর শুরু হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি এবং মাইগ্রেশনের মাধ্যমে কোটার আসন পূরণ, ক্লাস শুরু, প্রথম বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নসহ শিক্ষা কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ২০ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে যে সংকটের সৃষ্টি হয়েছিল, তা আমরা ইতিমধ্যে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় একাডেমিক কার্যক্রম সচল হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নানা কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ ফিরে এসেছে।’ 

রেজাউল করিম আরও বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু ব্যাপারে একটি নির্দেশনা এসেছে। আমরা নির্ধারিত সময়েই ক্লাস শুরু করতে পারব বলে আশাবাদী। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মাইগ্রেশনের মাধ্যমে ভর্তি সম্পন্ন হয়েছে। এখন কোটার আসন পূরণ হলেই সামনে কোনো বাধা থাকবে না।’ তিনি নির্ধারিত সময়ে ক্লাস শুরু এবং একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নে ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সার্বিক সহযোগিতা কামনা করেন।’

সভায় জীববিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান কবীরসহ বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান এবং আইসিটি সেলের পরিচালক বক্তব্য দেন।

সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত