Ajker Patrika

ইবির দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তন করে আল-ফিকহ অ্যান্ড ল এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয় এবং পরবর্তী সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনের কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘একাডেমিক কাউন্সিলে দুটি বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন নাম হবে আল-ফিকহ অ্যান্ড ল এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম হবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। আগামী সিন্ডিকেটে অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

উল্লেখ্য, ১৭ মে বিভাগের সামনে নাম পরিবর্তনের জন্য অবস্থান কর্মসূচি পালন করেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এবং গত ২৯ জানুয়ারি প্রশাসন ভবনের সামনে নাম পরিবর্তনের জন্য অবস্থান কর্মসূচি পালন করেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত