Ajker Patrika

খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত 

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২১: ৪৪
খুলনায় প্রতিপক্ষের গুলিতে ‘সন্ত্রাসী’ বিহারি রানা নিহত 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাদিকুর রোহান রানা ওরফে বিহারি রানা নামে (৩২) অপর এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময়ে পলাশ (৩০) নামের অপর যুবক পায়ে গুলিবিদ্ধ হন।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। নিহত বিহারি রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলাকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে বিহারি রানাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্যের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত বিহারি রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতার আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রোহান রানা ওরফে বিহারি রানাকে (৩২) মৃত ঘোষণা করেন। তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির পেটের বাম সাইডে, গলার নিচে ও বাম কানের নিচে মোট তিনটি গুলি লাগে। আহত পলাশের পিতা মহারাজ। তাঁর বাড়ি শের-ই বাংলা রোড এলাকায়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাঁর পায়ে একটি গুলি লেগেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত