Ajker Patrika

এক বান টিন পেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ

প্রতিনিধি, আলমডাঙ্গা
এক বান টিন পেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ

ঘরের চালের টিন ফুটো। বৃষ্টি এলেই ঘরে পানি জমে যায়। মুন্সিগঞ্জের হৈদেরপুর গ্রামের নতুনপাড়ার এমন একটি ঘরে বাস করেন ৮১ বছর বয়সী রহম আলী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলে থাকেন আলাদা বাড়িতে। 

রহম আলীর এমন ভোগান্তির ভিডিও 'CHUADANGA-বাংলাদেশের প্রথম রাজধানী' নামের একটি ফেসবুক পেজে আপলোড করেন মোস্তাফিজ বাপ্পি নামের এক তরুণ। এই দৃশ্য দেখে তাঁর সহায়তায় এগিয়ে আসেন ফেসবুক গ্রুপ 'আলমডাঙ্গা পজিটিভ গ্রুপ' এর সদস্যরা। তাঁরা রহম আলীকে এক বান নতুন টিন উপহার দেন। 

টিন পেয়ে আনন্দে অঝোরে কাঁদতে থাকেন রহন আলী। তিনি বলেন, 'বিষ্টিতে খ্যাতা (কাঁথা) ম্যাতা ভিজে যায়। পা'র নিচে পানিতে ভরে যায় তো তাই কিচু ছ্যালে টিন দিচে। বুলেচে ঘর বানি দ্যাবে'

পজিটিভ গ্রুপের অ্যাডমিন ও সক্রিয় সদস্য আনিসুজ্জামান রিমন বলেন, আমরা রহম চাচার হাতে টিন তুলে দিয়েছি। খুব শিগগিরই ঘর তৈরির প্রয়োজনীয় কাজ শেষ করে দেব। তার হাঁপানির চিকিৎসার ব্যবস্থা ও করা হবে ইনশা আল্লাহ। 

প্রসঙ্গত, 'আলমডাঙ্গা পজিটিভ গ্রুপ' এর সদস্যরা এর আগে করোনা রোগীদের জন্য 'হ্যালো অক্সিজেন' সেবা চালু করেন। এ পর্যন্ত তাঁরা ৭৫ জনকে অক্সিজেন দিয়েছেন। গ্রুপের ১০ থেকে ১৫ জন সদস্য নিয়মিত স্বেচ্ছাসেবায় এ কাজ করছেন। এদের বেশির ভাগই শিক্ষার্থী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত