Ajker Patrika

ভারতে অর্থ পাচার মামলায় খুলনায় ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৫, ১৬: ৫২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে অর্থ পাচারের মামলায় খুলনার একটি আদালত এস এম হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম মামলার এই রায় দেন। হাফিজুর রহমান মেসার্স শেখ ব্রাদার্সের স্বত্বাধিকারী।

রায়ের তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী। তবে রায় ঘোষণার সময় আসামি হাফিজুর রহমান আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, খুলনার মুন্সিপাড়ায় অবস্থিত শেখ ব্রাদার্সের কর্ণধার হাফিজুর রহমান যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। তিনি ভারত থেকে কস্টিক সোডা আমদানির জন্য আইএফআইসি ব্যাংক খুলনা শাখা থেকে ২০০০ সালের ১৯ জানুয়ারি থেকে একই বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চারটি ঋণপত্র (এলসি) খোলেন। তিনি ওই এলসির বিপরীতে কস্টিক সোডা আমদানি না করে জাল ও ভুয়া রেকর্ড আইএফআইসি ব্যাংক খুলনা শাখায় দাখিল করে ১ লাখ ১৯ হাজার ডলার বা সমমূল্যের ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা ভারতে পাচার করেন।

ওই ঘটনায় ২০১৪ সালের ২৯ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক এস এম শামীম বাদী হয়ে খুলনা থানায় এম এম হাফিজুর রহমানকে আসামি করে মামলা করেন। ২০১৭ সালের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম আসামি হাফিজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর হাফিজের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) সেলিম আল আজাদ আজকের পত্রিকা বলেন, আসামি হাফিজ ভারত থেকে কস্টিক সোডা আমদানির জন্য আইএফআইসি খুলনা শাখায় এলসি খোলেন। ওই এলসিতে ভুয়া বিল অব এন্ট্রি দাখিল করে টাকাগুলো ভারতে পাচার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার, কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযান

আজহারুলের খালাসের রায়ের পর ব্যারিস্টার জ্যোতির্ময় বললেন, প্রহসনের সাক্ষী হয়েছি

সুব্রত বাইন দেড় মাস আগে কুষ্টিয়ায় বাসা ভাড়া নেন, খুলতেন না দরজা–জানালা

স্টারলিংক স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট

যেভাবে শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠেন সুব্রত বাইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত