Ajker Patrika

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৪১ জন পেলেন পাঁচ কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
ক্ষতিপূরণের চেক হস্তান্তর করছেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
ক্ষতিপূরণের চেক হস্তান্তর করছেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ভূমি মেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪১ জন ভূমিমালিকের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুকিত সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোহাম্মদ আমিমুল এহসান খানসহ জেলার ১৩ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট মহাসড়ক উন্নয়ন প্রকল্প ও ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমি, অবকাঠামো, গাছপালা ও ব্যবসায়িক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে এসব চেক বিতরণ করা হয়েছে। একরামপুর রেলগেট থেকে সতাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে এ পরিমাণ অর্থ দেওয়া হয়। এর আগে আরও ৩৫ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছিল।

চেক বিতরণের আগে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি অধিগ্রহণ-সংক্রান্ত কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান সরকার ডিজিটাল ব্যবস্থাপনা চালু করেছে। ভূমিমালিকেরা যেন সঠিক ও সময়মতো ক্ষতিপূরণ পান, সে বিষয়েও প্রশাসন সচেষ্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক নিয়োগ: ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কাল

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিআইএম পেল নতুন মহাপরিচালক

প্রসিকিউটর নিয়োগে আইন উপদেষ্টা কেন স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নিলেন না: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

ভারতীয় কোম্পানির ১৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিচ্ছে বিএটি

গাইবান্ধার তরুণীকে বিয়ে করে পাচারের চেষ্টা, দুই চীনা নাগরিক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত