Ajker Patrika

মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৫, ২৩: ১৬
ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু। ছবি: সংগৃহীত
ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিকেলে আদাবর থানাধীন বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের এক কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এক্সেল বাবুর ছত্রচ্ছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার গডফাদার হিসেবে পরিচিত। সেনাবাহিনী তাঁকে গত কয়েক মাসে চার থেকে পাঁচবার গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন।

মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা হয়। পরে মোহাম্মদপুর থেকে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ সন্ত্রাসী, অস্ত্র ও চাঁদাবাজির ১২-১৩টি মামলা ঢাকার বিভিন্ন থানায় রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসক নিয়োগ: ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে কাল

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিআইএম পেল নতুন মহাপরিচালক

প্রসিকিউটর নিয়োগে আইন উপদেষ্টা কেন স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নিলেন না: ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া

ভারতীয় কোম্পানির ১৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে দিচ্ছে বিএটি

গাইবান্ধার তরুণীকে বিয়ে করে পাচারের চেষ্টা, দুই চীনা নাগরিক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত