যশোর প্রতিনিধি
যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ২৪ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে এ মামলা করেছেন। আজ সোমবার রাতে মামলাটি করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাঁর চাচাতো ভাই শাহীন চাকলাদার যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত মান্নান চাকলাদারের ছেলে। তিনি একজন সাবেক সংসদ সদস্য। যশোর শহরের চিত্রা মোড় এম এম আলী রোডে জাবির ইন্টারন্যাশনাল নামে তাঁর মালিকানাধীন একটি পাঁচ তারকা মানের আবাসিক হোটেল রয়েছে।
৫ আগস্ট বেলা ৩টার দিকে অজ্ঞাত ২০০ দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রল নিয়ে ওই হোটেলের মধ্যে ঢোকে। এরপর প্রথমে লুটপাট শুরু করে। দুর্বৃত্তরা হোটেলে ক্যাশ ভল্ট ভেঙে ৯০ লাখ টাকা চুরি করে। এরপর ১০০টি ফ্রিজ, ১০০টি স্মার্ট টেলিভিশন, সাড়ে ৪শ কিলোভোল্টের দুটি জেনারেটর, হোটেলে স্টোরের রাখা বিভিন্ন প্রকার মালামাল, আসবাবপত্র, এক হাজার কিলোভোল্টের ট্রান্সফরমারসহ সাবস্টেশন, প্রেসার পাম্প, সাইবার স্টেশন, ফায়ার ইঞ্জিনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে।
এরপর গানপাউডার ও পেট্রল দিয়ে হোটেলে ১ তলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে ওই হোটেলে থাকা একজন ইন্দোনেশিয়ার নাগরিকসহ ২৪ জন দগ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে হোটেল স্টাফ ও বোর্ডার ছিলেন।
হোটেলে আলমারিতে রাখা তাঁর ভাইয়ের আরও বিভিন্ন কোম্পানির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, স্টোরে রাখা বিভিন্ন মালামাল, যাবতীয় ইলেকট্রিক সামগ্রী, তিনটি লিফট, জানালার গ্রিল, গ্লাস দরজার যাবতীয় ডেকোরেশন পুড়ে ভস্মীভূত হয়। এ ছাড়া মূল ইমারতের বহু ক্ষতি হয়েছে। যা এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব না। বিষয়টি আশপাশের বহু লোকজন দেখেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সে সময় অভিযোগ দেওয়া সম্ভব ছিল না; বিধায় মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রোববার রাতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু একটি অভিযোগ দিয়েছিলেন। সেটি আজ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ২৪ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল রোববার শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে এ মামলা করেছেন। আজ সোমবার রাতে মামলাটি করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাঁর চাচাতো ভাই শাহীন চাকলাদার যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত মান্নান চাকলাদারের ছেলে। তিনি একজন সাবেক সংসদ সদস্য। যশোর শহরের চিত্রা মোড় এম এম আলী রোডে জাবির ইন্টারন্যাশনাল নামে তাঁর মালিকানাধীন একটি পাঁচ তারকা মানের আবাসিক হোটেল রয়েছে।
৫ আগস্ট বেলা ৩টার দিকে অজ্ঞাত ২০০ দুর্বৃত্ত গানপাউডার ও পেট্রল নিয়ে ওই হোটেলের মধ্যে ঢোকে। এরপর প্রথমে লুটপাট শুরু করে। দুর্বৃত্তরা হোটেলে ক্যাশ ভল্ট ভেঙে ৯০ লাখ টাকা চুরি করে। এরপর ১০০টি ফ্রিজ, ১০০টি স্মার্ট টেলিভিশন, সাড়ে ৪শ কিলোভোল্টের দুটি জেনারেটর, হোটেলে স্টোরের রাখা বিভিন্ন প্রকার মালামাল, আসবাবপত্র, এক হাজার কিলোভোল্টের ট্রান্সফরমারসহ সাবস্টেশন, প্রেসার পাম্প, সাইবার স্টেশন, ফায়ার ইঞ্জিনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে।
এরপর গানপাউডার ও পেট্রল দিয়ে হোটেলে ১ তলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে ওই হোটেলে থাকা একজন ইন্দোনেশিয়ার নাগরিকসহ ২৪ জন দগ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে হোটেল স্টাফ ও বোর্ডার ছিলেন।
হোটেলে আলমারিতে রাখা তাঁর ভাইয়ের আরও বিভিন্ন কোম্পানির মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, স্টোরে রাখা বিভিন্ন মালামাল, যাবতীয় ইলেকট্রিক সামগ্রী, তিনটি লিফট, জানালার গ্রিল, গ্লাস দরজার যাবতীয় ডেকোরেশন পুড়ে ভস্মীভূত হয়। এ ছাড়া মূল ইমারতের বহু ক্ষতি হয়েছে। যা এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব না। বিষয়টি আশপাশের বহু লোকজন দেখেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় সে সময় অভিযোগ দেওয়া সম্ভব ছিল না; বিধায় মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গতকাল রোববার রাতে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু একটি অভিযোগ দিয়েছিলেন। সেটি আজ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের খাতুনগঞ্জ শাখায় অঙ্গপ্রতিষ্ঠান এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ১৩ হাজার ৩১৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপসংশ্লিষ্ট ৫৪৮ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স এবং ৫৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৬২১টি শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।
৪ মিনিট আগেসাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল আলম বাচ্চুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।
৬ মিনিট আগেজীবিত তিন মামাকে ‘মৃত’ দেখিয়ে কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে তাঁদের ভাগনের বিরুদ্ধে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের খারিজা ভাজনী গ্রামে এ ঘটনা ঘটেছে।
২৭ মিনিট আগে