Ajker Patrika

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 
আপডেট : ১২ জুন ২০২৩, ১১: ১১
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার প্রার্থী খালেক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার সময় খুলনা নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন। এ সময় তাঁর স্ত্রী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহারও ভোট দেন।

সকাল ৮টা থেকে নগরীর কেন্দ্রগুলোতে ভোট শুরু হলেও ভোটারের উপস্থিতি রয়েছে খুবই কম। ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে, মানুষ আস্তে-ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’

ভোটের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে জানিয়ে নৌকার প্রার্থী বলেন, ‘জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব। মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে।’

কেসিসি নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। প্রার্থীরা সবাই ভোটের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। মেয়রপ্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত