চুয়াডাঙ্গা প্রতিনিধি
গতকালের তুলনায় আজ তাপমাত্রা বেড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার। তবে জেলাটির ওপর দিয়ে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। আজ বুধবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলাটিতে।
মাঘের মাঝামাঝি শীতের তীব্রতায় নাকাল এই জেলার মানুষ। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা না বাড়া পর্যন্ত জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজও পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান।
আজ বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে ঠান্ডায় মানুষ খুব একটা বাইরে বের হয়নি। হাতে গোনা কিছু মানুষ প্রয়োজনের তাগিদে বের হয়েছে। বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে শীতার্ত মানুষ।
সদর উপজেলার দীগড়ি গ্রামের আরিফ হোসেন বলেন, শীতে কাজ নেই। বেশির ভাগ দিনই বসে থাকতে হয়।
আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের আব্বাস মিয়া বলেন, গ্রামে শীতের কারণে খুবই বাজে অবস্থা। সবাই কষ্টে আছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছ ব্যবসায়ী আমির হোসেন বলেন, প্রচণ্ড শীত, সেই সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মাছের ব্যবসা করা মুশকিল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যাচ্ছে। বেচাকেনাও খুব একটা নেই।
চুয়াডাঙ্গা জেলা শহরের হকার রাজিবুল হক বলেন, সকালে সাইকেলে করে নিয়ে পত্রিকা পৌঁছে দেওয়া খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বাইরে বের হতেই তো মন চায় না।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘শৈত্যপ্রবাহ চলায় তাপমাত্রা না বাড়া পর্যন্ত জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নিয়মিত আবহাওয়া অফিস ও বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ তিনি আরও বলেন, ‘গত সোম ও মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রতিষ্ঠান বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিদ্যালয়ে পুনরায় পাঠদান শুরু হবে।’
চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, তীব্র শীতের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে বিদ্যালয়গুলো বুধবার পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারও পাঠদান বন্ধ ছিল। তবে শিক্ষকেরা স্কুলে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম চালাবেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বুধবার সকাল ৬টায় এ জেলায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, চুয়াডাঙ্গা জেলায় শীত একটু বেশি। সরকারিভাবে আসা শুকনো খাবার ও কম্বল বিতরণ কার্যক্রম চলমান আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকেও সহযোগিতা করা হচ্ছে।
গতকালের তুলনায় আজ তাপমাত্রা বেড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার। তবে জেলাটির ওপর দিয়ে এখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনজীবন। আজ বুধবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলাটিতে।
মাঘের মাঝামাঝি শীতের তীব্রতায় নাকাল এই জেলার মানুষ। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা না বাড়া পর্যন্ত জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজও পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান।
আজ বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কনকনে ঠান্ডায় মানুষ খুব একটা বাইরে বের হয়নি। হাতে গোনা কিছু মানুষ প্রয়োজনের তাগিদে বের হয়েছে। বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের পাশে শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে শীতার্ত মানুষ।
সদর উপজেলার দীগড়ি গ্রামের আরিফ হোসেন বলেন, শীতে কাজ নেই। বেশির ভাগ দিনই বসে থাকতে হয়।
আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের আব্বাস মিয়া বলেন, গ্রামে শীতের কারণে খুবই বাজে অবস্থা। সবাই কষ্টে আছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছ ব্যবসায়ী আমির হোসেন বলেন, প্রচণ্ড শীত, সেই সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মাছের ব্যবসা করা মুশকিল হয়ে পড়েছে। তীব্র ঠান্ডায় হাত একদম বরফ হয়ে যাচ্ছে। বেচাকেনাও খুব একটা নেই।
চুয়াডাঙ্গা জেলা শহরের হকার রাজিবুল হক বলেন, সকালে সাইকেলে করে নিয়ে পত্রিকা পৌঁছে দেওয়া খুবই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বাইরে বের হতেই তো মন চায় না।
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘শৈত্যপ্রবাহ চলায় তাপমাত্রা না বাড়া পর্যন্ত জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নিয়মিত আবহাওয়া অফিস ও বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ তিনি আরও বলেন, ‘গত সোম ও মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় প্রতিষ্ঠান বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বিদ্যালয়ে পুনরায় পাঠদান শুরু হবে।’
চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, তীব্র শীতের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে বিদ্যালয়গুলো বুধবার পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারও পাঠদান বন্ধ ছিল। তবে শিক্ষকেরা স্কুলে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম চালাবেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, বুধবার সকাল ৬টায় এ জেলায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, চুয়াডাঙ্গা জেলায় শীত একটু বেশি। সরকারিভাবে আসা শুকনো খাবার ও কম্বল বিতরণ কার্যক্রম চলমান আছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা থেকেও সহযোগিতা করা হচ্ছে।
রিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৩০ মিনিট আগেগাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৬ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৬ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৬ ঘণ্টা আগে