Ajker Patrika

ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১: ৫৮
ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করে এক যুবকের কাছে থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া মাঠপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক দুই যুবক হলেন মো. মনজুর আলম (২৭) ও মো. সোহান (২৮)। মনজুর আলম উপজেলার সাতবাড়িয়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং মো. সোহান কোদালিয়াপাড়ার শাজাহান আলীর ছেলে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সাতবাড়িয়া মাঠপাড়া গ্রামের মো. মমিনের বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় ওই দুই যুবক। এ সময় তারা মমিনকে খুঁজতে থাকে। তারা মোমিনের বাবাকে বলে, আপনার ছেলের নামে অভিযোগ আছে, মমিন কোথায়? মমিন বাড়িতে নেই জানানো হলে তার বাবাকে ভয়ভীতি দেখানো হয়। এ সময় ভুক্তভোগী মমিন বাড়িতে ঢুকতেই তাকে ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মমিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই দুই প্রতারককে গ্রেপ্তার করে।’

ওসি গোলাম মোস্তফা আরও বলেন, ‘এ বিষয়ে মোমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুজনের নামে মামলা দায়ের হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত