যশোর প্রতিনিধি
যশোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এ ছাড়া শফি নামের একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাঁকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আনিছ মেম্বরসহ তাঁর লোকজন বড় হৈবতপুর মাঠে জমিতে পানি টেনে নিতে আজ সকালে আইল কেটে দেন। এর প্রতিবাদ করে একটি পক্ষ। একপর্যায়ে আনিছ নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন। অন্যদিকে প্রতিপক্ষও জড়ো হয়। পরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ কেউ দেননি। কেউ আটক নেই।
যশোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এ ছাড়া শফি নামের একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাঁকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। তাঁকে খুলনায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আনিছ মেম্বরসহ তাঁর লোকজন বড় হৈবতপুর মাঠে জমিতে পানি টেনে নিতে আজ সকালে আইল কেটে দেন। এর প্রতিবাদ করে একটি পক্ষ। একপর্যায়ে আনিছ নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করেন। অন্যদিকে প্রতিপক্ষও জড়ো হয়। পরে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার জানান, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ কেউ দেননি। কেউ আটক নেই।
বেলা আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে এ কারাগারে আনা হয়। কিছু আইনি প্রক্রিয়া শেষে তাঁকে নির্দিষ্ট সেলে নিয়ে যাওয়া হয়।
১ মিনিট আগেমাদারীপুরে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নছিমন উল্টে এক চালক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) দুপুরে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর-মরিচা ডিগ্রি কলেজে তালা ভেঙে কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৮) ও তাঁর ছোট ভাই ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগেইউএনও বলেন, ‘আমি কারও ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি।’ আজ সোমবার ওই বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী কার্যালয় ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ছিল।
৮ মিনিট আগে