Ajker Patrika

আমগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ৪৪
Thumbnail image

মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে আমগাছ থেকে পড়ে তোফাজ্জেল হোসেন (৬২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১জুন) বিকেলে উপজেলার গালদা গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত তোফাজ্জেল হোসেন গালদা সরদার পাড়ার মৃত ইসহাক মিঞার ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় ফিরোজ হোসেন জানান, মেয়ের বাড়ি আম নেওয়ার উদ্দেশে মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজের বাড়ির আমগাছে ওঠেন তোফাজ্জেল। আম পাড়ার শেষ পর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে গাছের শিকড়ের সঙ্গে বুকে আঘাত লেগে ঘটনাস্থলে মারা যান তোফাজ্জেল।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ জানার আগেই নিহতের স্বজনরা মরদেহের দাফন সম্পন্ন করে ফেলেন। এই ঘটনায় কোন অপমৃত্যু মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত