Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত ইবি মসজিদের খতিব মারা গেছেন

ইবি প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত ইবি মসজিদের খতিব মারা গেছেন

সড়ক দুর্ঘটনায় আহত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমদ মারা গেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে মঙ্গলবার তিনি গ্রিনলাইন পরিবহনের বাসে করে ঢাকায় যাওয়ার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনার মারাত্মক আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার ড. আ স ম শোয়াইব আহমদের অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু তাঁর অক্সিজেন লেভেল নিচে নেমে যায়। পরে অস্ত্রোপচারের স্থগিত করা হয়। রাত সাড়ে ১১টার দিকে দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা আজ (রোববার) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। 

এদিকে ড. আ স ম শোয়াইব আহমদের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত