যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজ যারা এতদিন ঘাপটি মেরে ছিল, তাদের সংগঠিত করছেন। এসব সন্ত্রাসীকে নিজের কর্মী পরিচয়ে নির্বাচনের মাঠে নামিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এর আগে আজ দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী নৌকার প্রার্থীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এর পরপরই সংবাদ সম্মেলন করেন স্বপন ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘এস এম ইয়াকুব আলী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভোট পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তুচ্ছ ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রার্থী গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নে নিজে সঙ্গে থেকে সাত-আটটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। আমার কর্মী-সমর্থকদের পক্ষে তাঁদের প্রতিহত করার শক্তি থাকলেও তারা আমার নির্দেশে ধৈর্য ধরছে।’
সংবাদ সম্মেলনে স্বপন ভট্টাচার্য্য দাবি করেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালা মেনে মনিরামপুরে প্রচারকাজ চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিরপেক্ষ পরিবেশে প্রচারকাজে সুযোগ পাচ্ছে। নৌকার পক্ষে জনগণের সাড়া মনিরামপুরে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। কিন্তু ভিত্তিহীন অভিযোগ তুলে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।
যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজ যারা এতদিন ঘাপটি মেরে ছিল, তাদের সংগঠিত করছেন। এসব সন্ত্রাসীকে নিজের কর্মী পরিচয়ে নির্বাচনের মাঠে নামিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এর আগে আজ দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী নৌকার প্রার্থীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এর পরপরই সংবাদ সম্মেলন করেন স্বপন ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘এস এম ইয়াকুব আলী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভোট পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তুচ্ছ ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রার্থী গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নে নিজে সঙ্গে থেকে সাত-আটটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। আমার কর্মী-সমর্থকদের পক্ষে তাঁদের প্রতিহত করার শক্তি থাকলেও তারা আমার নির্দেশে ধৈর্য ধরছে।’
সংবাদ সম্মেলনে স্বপন ভট্টাচার্য্য দাবি করেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালা মেনে মনিরামপুরে প্রচারকাজ চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিরপেক্ষ পরিবেশে প্রচারকাজে সুযোগ পাচ্ছে। নৌকার পক্ষে জনগণের সাড়া মনিরামপুরে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। কিন্তু ভিত্তিহীন অভিযোগ তুলে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।
রিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৩২ মিনিট আগেগাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হয় ২০১৪ সালে। এরপর কেটে গেছে প্রায় ১১ বছর। তবে রয়ে গেছে নানান সংকট। ২০১৮ সালে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধন করা হলেও জনবলসংকট ও অবকাঠামোর অভাবে সেটি আজও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তারা বলছে, সংশ্লিষ্ট দপ্তরে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না। ফলে পুরোনো ভবনে
৬ ঘণ্টা আগেআমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ক্যারেটের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে বাড়তি লোকসানের মুখে পড়েছেন আমচাষি, ব্যবসায়ী ও ভোক্তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যারেট ব্যবসায়ীরা। আর নজরদারি বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
৬ ঘণ্টা আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে স্থানান্তর করা মেডিসিন ওয়ার্ডে রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। সেখানে নেই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা ও শৌচাগার। বিভিন্ন কক্ষ থাকে অন্ধকার। এমন পরিবেশে দৈনিক চিকিৎসা নেন হাজারখানেক রোগী। যাঁদের একাংশের ঠাঁই হয় মেঝেতে। এমনকি চিকি
৬ ঘণ্টা আগে