যশোর প্রতিনিধি
ঢাকার পিলখানায় বিডিআর (বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই দাবি জানান।
বিডিআর কল্যাণ পরিষদের বৃহত্তর যশোর অঞ্চলের আয়োজনে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সুষ্ঠু তদন্ত করে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড ছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী নীলনকশা। দেশের সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরের সামর্থ্যকে ধ্বংস করাই ছিল এর উদ্দেশ্য। এ ঘটনায় বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল। তাতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার চরম দুর্দশায় পড়ে। তাঁদের অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতিসহ মুক্তির দাবি জানান বক্তারা।
ছোট বোনকে নিয়ে মানববন্ধনে অংশ নেন বৃষ্টি আক্তার নামের এক তরুণী। যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগরের এই তরুণী কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, তাঁর বয়স যখন সাত, তখন তাঁর বাবা বিডিআর সদস্য শরিফুল ইসলাম পিলখানার সদর দপ্তরে বিদ্রোহের মামলায় কারাগারে যান। এখনো একটি নাশকতা মামলায় কারাগারে রয়েছেন তিনি।
বৃষ্টি বলেন, ‘তথাকথিত বিদ্রোহী আখ্যা দিয়ে বিগত সরকার আমার বাবাকে কারাগারে পাঠিয়েছে। দেড় দশকের বেশি সময় আমার বাবা কারাগারে। সংসারে আমরা মা ও দুই বোন। একদিকে বাবা জেলে, অন্যদিকে তাঁর চাকরিও নেই। এমন পরিস্থিতিতে গৃহিণী মা আমাদের নিয়ে পড়েন অথই সাগরে। আমরা বছরের পর বছর চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি। আমার পরিবারকে তথাকথিত বিদ্রোহী ট্যাগ দেওয়ার কারণে দুই বোনেরও কোথাও চাকরি হয়নি।’
মানববন্ধনে অংশ নিয়ে বৃষ্টি আক্তার বলেন, ‘৫ আগস্ট বিপ্লবের পর দেশ দ্বিতীয় মুক্তি হলেও বিডিআর সদস্যদের পরিবার সেই স্বাদ গ্রহণ করতে পারেনি। যেদিন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি মিলবে, তাদের চাকরি পুনর্বহাল হবে, সেদিনই দ্বিতীয় মুক্তির স্বাদ পাব।’
বিডিআর কল্যাণ পরিষদ যশোরের সমন্বয়ক ওহিদুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সামির হোসেন, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেদার আব্দুল সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান প্রমুখ।
ঢাকার পিলখানায় বিডিআর (বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই দাবি জানান।
বিডিআর কল্যাণ পরিষদের বৃহত্তর যশোর অঞ্চলের আয়োজনে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সুষ্ঠু তদন্ত করে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড ছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী নীলনকশা। দেশের সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরের সামর্থ্যকে ধ্বংস করাই ছিল এর উদ্দেশ্য। এ ঘটনায় বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল। তাতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার চরম দুর্দশায় পড়ে। তাঁদের অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতিসহ মুক্তির দাবি জানান বক্তারা।
ছোট বোনকে নিয়ে মানববন্ধনে অংশ নেন বৃষ্টি আক্তার নামের এক তরুণী। যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগরের এই তরুণী কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, তাঁর বয়স যখন সাত, তখন তাঁর বাবা বিডিআর সদস্য শরিফুল ইসলাম পিলখানার সদর দপ্তরে বিদ্রোহের মামলায় কারাগারে যান। এখনো একটি নাশকতা মামলায় কারাগারে রয়েছেন তিনি।
বৃষ্টি বলেন, ‘তথাকথিত বিদ্রোহী আখ্যা দিয়ে বিগত সরকার আমার বাবাকে কারাগারে পাঠিয়েছে। দেড় দশকের বেশি সময় আমার বাবা কারাগারে। সংসারে আমরা মা ও দুই বোন। একদিকে বাবা জেলে, অন্যদিকে তাঁর চাকরিও নেই। এমন পরিস্থিতিতে গৃহিণী মা আমাদের নিয়ে পড়েন অথই সাগরে। আমরা বছরের পর বছর চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি। আমার পরিবারকে তথাকথিত বিদ্রোহী ট্যাগ দেওয়ার কারণে দুই বোনেরও কোথাও চাকরি হয়নি।’
মানববন্ধনে অংশ নিয়ে বৃষ্টি আক্তার বলেন, ‘৫ আগস্ট বিপ্লবের পর দেশ দ্বিতীয় মুক্তি হলেও বিডিআর সদস্যদের পরিবার সেই স্বাদ গ্রহণ করতে পারেনি। যেদিন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি মিলবে, তাদের চাকরি পুনর্বহাল হবে, সেদিনই দ্বিতীয় মুক্তির স্বাদ পাব।’
বিডিআর কল্যাণ পরিষদ যশোরের সমন্বয়ক ওহিদুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সামির হোসেন, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেদার আব্দুল সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান প্রমুখ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৪ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৫ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৫ ঘণ্টা আগে