দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।
সেতু নির্মাণ প্রকল্প ও স্থানীয় সূত্র জানায়, মাথাভাঙ্গা নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকার বেশি বাজেটে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার মধ্যে সংযোগকারী তেকালা-বেতবাড়িয়া সেতুর কাজ বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি সম্প্রতি ওই এলাকায় কাজ শুরু করেছে।
সন্ত্রাসীরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী রাখার ঘরে হামলা চালিয়ে পালিয়ে যায়। এর আগে ওই ঘরে শ্রমিকেরা থাকতেন। পাশে আরেকটি ঘর তৈরি করে সেখানে এখন শ্রমিকেরা থাকনে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘আমাদের কাছে কেউ চাঁদা বা কাজের বিষয়ে কোনো দাবি করেনি। সকালে শুনলাম সাইটে বোমা হামলা হয়েছে এবং শ্রমিকদের থাকার ঘরে হামলা চালানো হয়েছে। বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতনদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেব।’
স্থানীয়রা জানান, রাতে সেতু এলাকায় তিনবার জোরে আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানকার শ্রমিকদের থাকার ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর ঘটনাস্থলে একটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সেটি উদ্ধার করে। তাঁরা আরও জানান, আগের শ্রমিকেরা ওই ঘরে থাকলেও এখন সেখানে নির্মাণ সামগ্রী রাখা হয়।
তেকালা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আনিস বলেন, ‘নির্মাণাধীন সেতু এলাকায় সন্ত্রাসীরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং শ্রমিকদের থাকার ঘরে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, চাঁদার ইঙ্গিত দিতেই তারা এ হামলা চালিয়েছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ফাঁড়ি।’
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।
সেতু নির্মাণ প্রকল্প ও স্থানীয় সূত্র জানায়, মাথাভাঙ্গা নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকার বেশি বাজেটে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার মধ্যে সংযোগকারী তেকালা-বেতবাড়িয়া সেতুর কাজ বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি সম্প্রতি ওই এলাকায় কাজ শুরু করেছে।
সন্ত্রাসীরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী রাখার ঘরে হামলা চালিয়ে পালিয়ে যায়। এর আগে ওই ঘরে শ্রমিকেরা থাকতেন। পাশে আরেকটি ঘর তৈরি করে সেখানে এখন শ্রমিকেরা থাকনে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘আমাদের কাছে কেউ চাঁদা বা কাজের বিষয়ে কোনো দাবি করেনি। সকালে শুনলাম সাইটে বোমা হামলা হয়েছে এবং শ্রমিকদের থাকার ঘরে হামলা চালানো হয়েছে। বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতনদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেব।’
স্থানীয়রা জানান, রাতে সেতু এলাকায় তিনবার জোরে আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানকার শ্রমিকদের থাকার ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর ঘটনাস্থলে একটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সেটি উদ্ধার করে। তাঁরা আরও জানান, আগের শ্রমিকেরা ওই ঘরে থাকলেও এখন সেখানে নির্মাণ সামগ্রী রাখা হয়।
তেকালা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আনিস বলেন, ‘নির্মাণাধীন সেতু এলাকায় সন্ত্রাসীরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং শ্রমিকদের থাকার ঘরে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, চাঁদার ইঙ্গিত দিতেই তারা এ হামলা চালিয়েছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ফাঁড়ি।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৭ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে