Ajker Patrika

বৃষ্টিতে নিভেছে সুন্দরবনের আগুন, সতর্কতার জন্য চলছে অনুসন্ধান

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৪, ১৪: ৪৫
বৃষ্টিতে নিভেছে সুন্দরবনের আগুন, সতর্কতার জন্য চলছে অনুসন্ধান

তিন দিন ধরে জ্বলতে থাকা সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকার আগুন বৃষ্টিতে সম্পূর্ণ নিভে গেছে। কোথাও আগুন ও ধোঁয়ার উপস্থিতি নেই। তবে অতিরিক্ত সতর্কতার জন্য আজ মঙ্গলবার সকাল থেকে বনের মধ্যে আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে বনকর্মী ও স্থানীয়রা। অনুসন্ধান চলবে সন্ধ্যা পর্যন্ত।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে রয়েছেন। এখনো প্রস্তুত রয়েছে বন বিভাগের ফায়ার ইউনিট।

গত শনিবার বিকেলে খবর পেয়ে সুন্দরবনের আমরবুনিয়া এলাকার আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমানবাহিনী ও স্থানীয় ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যা থেকে দেড় ঘণ্টার বৃষ্টিতে বনের আগুন পুরোপুরি নিভেছে বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের।

এ বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আছাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বনের মধ্যে এখন কোনো আগুন নেই। তার পরও আমাদের লোকজন আগুন ও ধোঁয়া অনুসন্ধান করছে। যদি কোথাও আগুন বা ধোঁয়া পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিকভাবে নেভানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত