Ajker Patrika

বাগেরহাটে হরিণের মাংসসহ আটক ৬

বাগেরহাট প্রতিনিধি
হরিণের মাংসসহ আটকেরা। ছবি: আজকের পত্রিকা
হরিণের মাংসসহ আটকেরা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জন মোংলা। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় মোংলা ফেরিঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় ছয়জনকে আটক করা হয়। তাঁরা চোরাচালানকারী। তাঁদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক ব্যক্তিদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত