Ajker Patrika

ঝিনাইদহে সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২২: ৩৮
ঝিনাইদহে সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২২ জানুয়ারি মামলাটি করেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমান। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদ কালাম। 

অভিযুক্ত অন্য কর্মকর্তারা হলেন প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চান, সচিব (বরখাস্ত) আজমল হোসেন ও হিসাবরক্ষক (বরখাস্ত) মোকলেচুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে আসামিরা যোগসাজশে বিভিন্ন বিল-ভাউচারের বিপরীতে চেকে অতিরিক্ত অঙ্ক বসিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ছাড়া তাঁরা ঝিনাইদহ পৌরসভার ব্যাংক হিসাব সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার হিসাব নম্বর ৩১৬ থেকে ৩ লাখ ৫৮ হাজার ১৯ টাকার বিপরীতে চেক জালিয়াতির মাধ্যমে ৩৩ লাখ ৫৮ হাজার ১৯ টাকা উত্তোলন করেন। অতিরিক্ত ৩০ লাখ টাকা আত্মসাৎ করেন, যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এই তথ্যের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়াই দুদকের পক্ষ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত