Ajker Patrika

ইবিতে হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ২৩: ২১
ইবিতে হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হল আমার ঠিকানা, বন্ধ হতে দিব না’, ‘অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী অংশ নেন। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ঈদের ছুটি ২ জুলাই থেকে। আর ৩০ জুন থেকেই হল বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অথচ বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা রয়েছে। 

খবর পেয়ে উপাচার্যের বাসভবনের সামনে প্রক্টরিয়াল বডির সদস্যরা আসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে কথা বলেন তাঁরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াস বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। আবাসিক হল আমাদের ঠিকানা। এটাকে কোনো ভাবেই বিশ্ববিদ্যালয় বন্ধের আগে বন্ধ হতে দেবে না সাধারণ শিক্ষার্থীরা।’ 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলব না। আগামীকাল সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে মিটিংয়ে বসবে প্রভোস্ট কাউন্সিল ও প্রক্টরিয়াল বডি। আশা করি, সেখানে শিক্ষার্থীদের পক্ষেই সিদ্ধান্ত আসবে।’ 

একই সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের শিক্ষার্থীরাও হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন। 

উল্লেখ্য, আজ রোববার (২৬ জুন) দুপুর আড়াইটায় রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে ৩০ জুন সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত