ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হল আমার ঠিকানা, বন্ধ হতে দিব না’, ‘অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ঈদের ছুটি ২ জুলাই থেকে। আর ৩০ জুন থেকেই হল বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অথচ বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা রয়েছে।
খবর পেয়ে উপাচার্যের বাসভবনের সামনে প্রক্টরিয়াল বডির সদস্যরা আসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে কথা বলেন তাঁরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াস বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। আবাসিক হল আমাদের ঠিকানা। এটাকে কোনো ভাবেই বিশ্ববিদ্যালয় বন্ধের আগে বন্ধ হতে দেবে না সাধারণ শিক্ষার্থীরা।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলব না। আগামীকাল সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে মিটিংয়ে বসবে প্রভোস্ট কাউন্সিল ও প্রক্টরিয়াল বডি। আশা করি, সেখানে শিক্ষার্থীদের পক্ষেই সিদ্ধান্ত আসবে।’
একই সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের শিক্ষার্থীরাও হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন।
উল্লেখ্য, আজ রোববার (২৬ জুন) দুপুর আড়াইটায় রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে ৩০ জুন সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হল আমার ঠিকানা, বন্ধ হতে দিব না’, ‘অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ঈদের ছুটি ২ জুলাই থেকে। আর ৩০ জুন থেকেই হল বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অথচ বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা রয়েছে।
খবর পেয়ে উপাচার্যের বাসভবনের সামনে প্রক্টরিয়াল বডির সদস্যরা আসেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দাবি দাওয়া নিয়ে কথা বলেন তাঁরা। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াস বলেন, ‘হল বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। আবাসিক হল আমাদের ঠিকানা। এটাকে কোনো ভাবেই বিশ্ববিদ্যালয় বন্ধের আগে বন্ধ হতে দেবে না সাধারণ শিক্ষার্থীরা।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলব না। আগামীকাল সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীদের নিয়ে প্রক্টর অফিসে মিটিংয়ে বসবে প্রভোস্ট কাউন্সিল ও প্রক্টরিয়াল বডি। আশা করি, সেখানে শিক্ষার্থীদের পক্ষেই সিদ্ধান্ত আসবে।’
একই সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের শিক্ষার্থীরাও হল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন।
উল্লেখ্য, আজ রোববার (২৬ জুন) দুপুর আড়াইটায় রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে ৩০ জুন সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।
ঢাকার আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন আলতাফ (৫০), নূরজাহান (২৪) ও শিশু আব্দুল্লাহ (৪)। দুর্ঘটনাটি ঘটে রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে।
৩১ মিনিট আগেপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল সরদারপাড়ায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে চলাচলের একমাত্র পথ। ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া খ্রিষ্টান মিশনের পাশের সড়কেও পানি উঠে এসেছে।
৩৭ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট কূটনীতিক সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘আজকের এই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর শুধু যন্ত্র সরবরাহ নয়, এটি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সমতল হোক কিংবা পাহাড়—কোথাও খাদ্যঘাটতির জায়গা থাকবে না।’
৩৯ মিনিট আগেগত বছর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মিরাজ। তিনি ছিলেন মৃত আব্দুস ছালামের বড় ছেলে। মাত্র ৫ শতাংশ জমি কিনে বাড়ি করার ইচ্ছে ছিল তাঁদের। কিন্তু প্রতিবেশী দুলাল মণ্ডল দলিল থাকা সত্ত্বেও জমিটি দখলে নিতে দেননি।
১ ঘণ্টা আগে