Ajker Patrika

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় অনুপ ঘোষ (২২) নামে কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা কীর্তিপুরে এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র উপজেলার কাশিপুর গ্রামের কালিপদ ঘোষের ছেলে। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, অনুপ ঘোষ মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। কীর্তিপুর মোড়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোটরসাইকেলটির গতি সম্ভবত বেশি ছিল। সে কারণে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত