Ajker Patrika

ভারতে পাচার বাংলাদেশি ৫ তরুণীকে দেশে ফেরত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ২২: ৫৩
ভারতে পাচার বাংলাদেশি ৫ তরুণীকে দেশে ফেরত

ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি তরুণীকে উদ্ধারের পর বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাঁদের ভারতে পাচার করা হয়। আজ শনিবার বিকেল ৫ টায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

পরে আইনি সহায়তা দিতে পুলিশের কাছ থেকে তাদের গ্রহণ করেছে ‘জাস্টিস এন্ড কেয়ার’ নামে বাংলাদেশি একটি বেসরকারি সংস্থা।

ফেরত আসা তরুণের মধ্যে, কিশোরগঞ্জের দুজন, ঝালকাঠির, পিরোজপুরের ও নরসিংদীর একজন করে রয়েছেন।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ইমিগ্রেশন ও বন্দর থানা কার্যক্রম শেষে পাঁচ তরুণীকে এনজিও ‘জাস্টিস এন্ড কেয়ারের’ প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখা অফিসের সিনিয়ার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের কথা বলে দালালেরা ভারতে নিয়ে নানান ঝুঁকিপূর্ণ কাজে এসব তরুণীদের ব্যবহার করতেন। অভিযোগ পেয়ে সেখান থেকে ভারতীয় পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। ফেরত আসা এসব বাংলাদেশিদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে এনজিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত