Ajker Patrika

ভৈরব নদ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 

যশোর প্রতিনিধি
ভৈরব নদ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 

যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামের নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে কৈখালী গ্রামে ভৈরব নদের পাশ দিয়ে যাতায়াতকালে লোকজন দুর্গন্ধ পান। পরবর্তীতে তারা নদের পাড়ে গিয়ে দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। তাৎক্ষণিক তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে নদীতে ফেলে রেখে গেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হবে। মুখে পাকা দাঁড়ি আছে, চুলও পাকা। তার পরনে খয়েরি রঙের জামা ও লুঙ্গি ছিল। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনা নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত